ডাকসুতে 'সম্মিলিত ছাত্র ঐক্য’ প্যানেলের আত্মপ্রকাশ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ আগস্ট ২০২৫, ১৫:২০| আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ১৫:৩১
অ- অ+

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচনে (ডাকসু) ‘সম্মিলিত ছাত্র ঐক্য’ নামে ৩ জনের একটি প্যানেল ঘোষণা করা হয়েছে। প্যানেলে ভিপি, জিএস ও সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা। তবে স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে পূর্ণাঙ্গ প্যানেল প্রস্তুত করছে বলে জানা যায়।

আজ রবিবার (২৪ আগস্ট) বেলা সাড়ে এগারোটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এই প্যানেল ঘোষণা করা হয়।

প্যানেলে কেন্দ্রীয় সংসদে সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী হচ্ছেন জান্নাতি বুলবুল, সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী মাহমুদুল হাসান (সাধারণ সম্পাদক, বাংলাদেশ স্টাডি ফোরাম) এবং কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী তালহা নেগাবান।

এ সময় ভিপি প্রার্থী জান্নাতি বুলবুল বলেন, আগামী ২৬ আগস্ট মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর আমরা পূর্ণাঙ্গ প্যানেল আপনাদের সামনে উপস্থাপন করব। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ডাকসু কেন্দ্রীয় সংসদে যারা মনোনয়ন জমা দিয়েছেন তাদের সাথে আলোচনার ভিত্তিতে সম্মিলিত ছাত্র ঐক্য পূর্ণাঙ্গ প্যানেল প্রস্তুত করছে। আমরা মনে করি, সংখ্যার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো কমিটমেন্ট এবং বিশ্বাস।

এছাড়াও তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সর্বোপরি দেশের প্রতি আমরা যে অঙ্গীকার ব্যক্ত করেছি, তার প্রতিটি শব্দ এবং তার অন্তর্নিহিত তাৎপর্য আমরা বিশ্বাস করি। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৯৬৩ সালে ৩ জন মিলে সিরাজুল আলম খানের নেতৃত্বে স্বাধীনতা সংগ্রামের বীজ বপন করেছিল যাদের নেতৃত্বে পরবর্তীতে এই বিশ্ববিদ্যালয়েই স্বাধীনতার পতাকা উত্তোলিত হয়েছিল, পল্টন ময়দানে পাঠ করা হয়েছিল স্বাধীনতার ইশতেহার।

২৪-এর ছাত্র-জনতার অভ্যুত্থানের সূচনা হয়েছিল এই বিশ্ববিদ্যালয়ের গুটিকয়েক শিক্ষার্থীর হাত ধরেই যা পরবর্তীতে এই অভূতপূর্ব গণঅভ্যুত্থানে রূপ নেয়।

এরপর তিনি ৭ দফা অঙ্গীকারের ঘোষণা দেন।

অঙ্গীকারগুলো হলো :

১. ঢাকা বিশ্ববিদ্যালয়কে সত্যিকারের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা।

২. সবার জন্য নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণ।

৩. শিক্ষার্থীদের স্বার্থবিরোধী আধিপত্য, লেজুড়বৃত্তি ও রাজনৈতিক দাপটমুক্ত ক্যাম্পাস প্রতিষ্ঠা।

৪. গেস্টরুম নির্যাতন, সন্ত্রাস, দলবাজি, চাদাবাজি মুক্ত বৈষম্যহীন ক্যাম্পাস গঠন।

৫. শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও স্বাস্থসম্মত আবাসন, পুষ্টিকর খাবার ও ভাতা নিশ্চিত করা।

৬. প্রথম বর্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের তত্ত্বাবধানে হলে বৈধ সিট বরাদ্দ নিশ্চিত করা।

৭. শিক্ষা ও গবেষণার মানোন্নয়নের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং প্রয়োজনে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে আলোচনার মাধ্যমে কার্যকর ব্যবস্থা ও বরাদ্দ নিশ্চিত করা।

(ঢাকাটাইমস/২৪ আগস্ট/এএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘জনগণের সমস্যার সমাধানই আমার অঙ্গীকার’
তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
ফজলুর রহমানের বক্তব্য প্রত্যাহারে ২৪ ঘন্টার আলটিমেটাম
শোকজের চিঠি হাতে পাননি বিএনপি নেতা ফজলুর রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা