নির্বাচন ভবনে সীমানা পুনর্নির্ধারণ শুনানিতে হাতাহাতি

সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে শুনানির প্রথম দিন হাতাহাতির ঘটনা ঘটেছে।
রবিবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন ও অন্যান্য কমিশনারদের উপস্থিতিতে ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের পক্ষ-বিপক্ষের অংশগ্রহণকারীরা মারামারিতে জড়িয়ে পড়েন।
জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের খসড়া সীমানা প্রকাশের পর পক্ষে ও বিপক্ষে আবেদন জমা পড়ে ইসিতে। শুনানির একপর্যায়ে উভয় পক্ষ উত্তেজিত হয়ে পড়লে হাতাহাতি শুরু হয়। উপস্থিত পুলিশ সদস্য ও ইসি কর্মকর্তারা দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
পরে ইসি সচিব ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের শুনানি সমাপ্ত ঘোষণা করেন এবং অংশগ্রহণকারীদের কক্ষ ত্যাগ করতে অনুরোধ জানান।
শুনানিতে অংশ নিয়ে বিএনপি নেতা ব্যারিস্টার রুমিন ফারহানা ইসির প্রকাশিত খসড়ার পক্ষে যুক্তি তুলে ধরেন। তবে বিপক্ষের প্রতিনিধিরা দাবি করেন, বিজয়নগর উপজেলার তিনটি ইউনিয়ন—বুধস্তি, চান্দুয়া ও হরষপুর—ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে যুক্ত করা হয়েছে, যা তাদের উপজেলাকে খণ্ডিত করেছে। তারা "উপজেলা অখণ্ড রাখার" দাবি জানান।শুনানির বাইরে নির্বাচন ভবনের সামনেও হট্টগোলের সৃষ্টি হয়। বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে আনতে পুলিশ গেটের সামনে থেকে তাদের সরিয়ে দেয়।
(ঢাকাটাইমস/২৪আগস্ট/এলএম)

মন্তব্য করুন