বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে সই হলো একটি চুক্তি ও ৪ সমঝোতা স্মারক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ আগস্ট ২০২৫, ১৪:৫৭| আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ১৫:২২
অ- অ+

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একটি চুক্তি এবং চারটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। রবিবার (২৪ আগস্ট) রাজধানীর একটি হোটেলে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের দ্বিপক্ষীয় বৈঠক শেষে এসব সই হয়।

বৈঠকের শুরুতে দুজনের মধ্যে একান্ত আলোচনা হয়, পরে প্রতিনিধি পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়।

চুক্তি অনুযায়ী, দুই দেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা বিলোপ করা হবে।

এ ছাড়া সই হওয়া চারটি সমঝোতা স্মারক হলো—

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্যবিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন,

সংস্কৃতি বিনিময় কর্মসূচি

দুই দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা

রাষ্ট্রীয় বার্তা সংস্থাগুলোর মধ্যে সহযোগিতা

এ ছাড়া বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এবং পাকিস্তানের ইসলামাবাদ পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (আইপিআরআই) মধ্যে সহযোগিতা বিষয়ক সমঝোতাও সই হয়েছে।

এছাড়া পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জানান, আগামী দুই মাসের মধ্যে দুই দেশের মধ্যে বিমান চলাচল শুরু হবে।

উল্লেখ্য, দুদিনের সফরে শনিবার (২৩ আগস্ট) ঢাকায় আসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

(ঢাকাটাইমস/২৪ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
ফজলুর রহমানের বক্তব্য প্রত্যাহারে ২৪ ঘন্টার আলটিমেটাম
শোকজের চিঠি হাতে পাননি বিএনপি নেতা ফজলুর রহমান
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে খালেদা জিয়ার রাজনীতি নিয়ে কোনো কথা হয়নি: ডা. জাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা