একাত্তরের অমীমাংসিত বিষয় দুইবার সমাধান হয়েছে: ইসহাক দার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ আগস্ট ২০২৫, ১৪:০৬
অ- অ+

একাত্তরের অমীমাংসিত বিষয় দুইবার সমাধান হয়েছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। রবিবার (২৪ আগস্ট) দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি করেন।

ইসহাক দার বলেন, “অমীমাংসিত ইস্যু নিয়ে বলতে চাই, ১৯৭৪ সালে প্রথমবারের মতো একাত্তরের ইস্যুর নিষ্পত্তি হয়েছে। ওই সময়ের দলিলটি দুই দেশের জন্যই ঐতিহাসিক। এরপর জেনারেল পারভেজ মোশাররফ বাংলাদেশে এসে খোলাখুলিভাবে বিষয়টির সমাধান করেছেন। তাই এ ইস্যুর সমাধান দুইবারই হয়েছেএকবার ১৯৭৪ সালে, আরেকবার ২০০০ সালের শুরুতে।

তিনি আরও বলেন, উভয় দেশ এখন অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে চায়। মুসলিমদের মন পরিষ্কার রাখার কথা উল্লেখ করে ইসহাক দার অতীত ভুলে সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এর আগে তিনি পররাষ্ট্র উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা, বাণিজ্য ও স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। বৈঠকে একটি চুক্তি ও চারটি সমঝোতা স্মারক সই হয়েছে। এ সময় পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জানান, আগামী দুই মাসের মধ্যে দুই দেশের মধ্যে বিমান চলাচল শুরু হবে।

(ঢাকাটাইমস/২৪ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আসছে ভিভোর নতুন ভি৬০: থাকছে টেলিফটো প্রযুক্তি
খালেদা জিয়ার খোঁজ নিতে বাসায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
সৌদি আরবে নিষিদ্ধ! লোটাস কামালের পার্টনার বিতর্কিত ডা. আরিফ কোন যাদু মন্ত্রবলে প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা