ফরিদপুরে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ আগস্ট ২০২৫, ১৯:০০
অ- অ+

ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন কোমরপুর এলাকায় অভিযান পরিচালনা করে আনুমানিক ত্রিশ হাজার টাকা মূল্যের কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা।

রবিবার বিকালে র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, র‌্যাব-১০, ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল আজ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার কোতয়ালী থানার কোমরপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে প্রায় ত্রিশ হাজার টাকা মূল্যের কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম খালিদ হাসান রাব্বি।

র‌্যাব জানায়, গ্রেপ্তার খালিদ হাসান রাব্বি একজন পেশাদার মাদক কারবারি। তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।

গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৫০০ উইকেটের মাইলফলক ছুঁয়ে বিশ্বরেকর্ড গড়লেন সাকিব
‘আমার স্ত্রী ছয় মাসের প্রেগন্যান্ট’, গ্রেপ্তারের পর পুলিশকে যে ভয়ের কথা বললেন তৌহিদ আফ্রিদি
হবিগঞ্জে অনুমতি ছাড়া দাঁড়ি রাখায় তিন কনস্টেবলকে শাস্তি
ট্রাক চালকের আসনের নিচে লুকানো ছিল ১৮ হাজার পিস ইয়াবা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা