‘আমার স্ত্রী ছয় মাসের প্রেগন্যান্ট’, গ্রেপ্তারের পর পুলিশকে যে ভয়ের কথা বললেন তৌহিদ আফ্রিদি

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রবিবার (২৪ আগস্ট) রাতে বরিশাল মহানগরের বাংলাবাজার এলাকার একটি বাসায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারের সময় আফ্রিদি পুলিশের উদ্দেশে বলেন, “আমি পালবো না, কোরআনের কসম। আমি ওমরা হজ করছি। আমি শুধু আমার স্ত্রীকে ভয় নিয়ে ভয় পাচ্ছি, সে ছয় মাসের প্রেগন্যান্ট।”
এ সময় বাসা ভাড়া না নিজের কিনা জানতে চাইলে আফ্রিদি জানান, “না, এটা আমার আপন দাদার বাসা। দাদার বাসায় আসছি আমি কবর জিয়ারত করতে।”
হত্যা মামলায় গ্রেপ্তার
সিআইডি জানিয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দায়ের করা যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় আফ্রিদি ১১ নম্বর আসামি। মামলার প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। দ্বিতীয় আসামি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তৃতীয় আসামি সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে।
একই মামলায় তৌহিদ আফ্রিদির বাবা ও মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকেও (২২ নম্বর আসামি) গত ১৭ আগস্ট রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
স্থানীয় সূত্র ও পুলিশের বক্তব্য
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাত সাড়ে ১০টার দিকে নগরের বাংলাবাজার এলাকার একটি রোগনির্ণয় কেন্দ্রের পাশের একটি বাড়িতে সিআইডি অভিযান চালায়। পরে তৌহিদ আফ্রিদিকে সেখান থেকে আটক করা হয়।
সিআইডির গণমাধ্যম শাখার পুলিশ সুপার জসিম উদ্দীন বলেন, “জুলাই অভ্যুত্থানে রাজধানীর যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ঢাকায় আনা হচ্ছে।”
বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, “রবিবার রাতে ডিএমপির সিআইডির একটি আভিযানিক টিম বরিশাল নগরীর বাংলাবাজার এলাকার একটি বাসা থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে। আসামিকে নিয়ে আভিযানিক টিম ঢাকার পথে রওনা দিয়েছে।”
(ঢাকাটাইমস/২৫আগস্ট/এলএম)

মন্তব্য করুন