ঢাকার বিমানবন্দর এলাকা থেকে ভান্ডারিয়ার ছাত্রলীগ নেতা জাহিদুল গ্রেপ্তার

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উত্তরা বিভাগের একটি দল রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মো. জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে। রবিবার রাত সোয়া একটার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া জাহিদুল পিরোজপুরের ভান্ডারিয়া থানার গোলবুনিয়া গ্রামের বাসিন্দা। তিনি ওই ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।
গোয়েন্দা উত্তরা বিভাগের এডিসি মো. হেলালউদ্দিন ভূইয়া জানান, জাহিদুল পিরোজপুর-২ (নেছারাবাদ-কাউখালী-ভান্ডারিয়া) আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজের ঘনিষ্ঠ। গ্রেপ্তারের পর জাহিদুলকে উত্তরা বিভাগের কার্যালয়ে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
(ঢাকাটাইমস/২৪ আগস্ট/এসএস)

মন্তব্য করুন