রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে মহাখালী-বনানীতে চাঁদাবাজি করতেন ‘পানি জসিম’, অবশেষে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ আগস্ট ২০২৫, ১৪:০২| আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ১৪:২৯
অ- অ+

রাজধানীর মহাখালীর টিবি গেট এলাকায় প্রকাশ্য দিবালোকে অস্ত্র ঠেকিয়ে ফার্মেসী থেকে চাঁদা আদায়ের ঘটনায় জড়িত প্রধান আসামি মো. জসিম উদ্দিন ওরফে পানি জসিমকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১।

শুক্রবার সন্ধ্যায় গাজীপুরের পুবাইল এলাকা থেকে র‍্যাব-১, সিপিসি-১ ক্যাম্পের সদস্যরা তাকে গ্রেপ্তার করে।

র‍্যাব বলছে, জসিম পেশায় একজন পানি ব্যবসায়ী। কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না থাকলেও জুলাই অভ্যুত্থানের পর থেকে মহাখালী-বনানী এলাকায় বিভিন্ন দলের নাম ভাঙিয়ে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি চালিয়ে আসছিল সে। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও মারামারিসহ একাধিক মামলা রয়েছে।

শনিবার বেলা ১২টায় উত্তরায় র‍্যাব-১ এর সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাটালিয়নটির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান।

র‌্যাব জানায়, গত ১৮ আগস্ট সকালে কালো গেঞ্জি পরিহিত জসিম ও তার সহযোগী মোটরসাইকেলে করে টিবি গেট এলাকায় আসে। পরে চাঁদপুর ড্রাগ হাউজ নামক ফার্মেসিতে প্রবেশ করে পিস্তল ঠেকিয়ে ১০ হাজার টাকা আদায় করে পালিয়ে যায়। এ সময় ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পরবর্তীতে ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জসিম উদ্দিনকে শনাক্ত করে র‌্যাব। এর ধারাবাহিকতায় শুক্রবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে র‌্যাব-১ এর একটি দল গাজীপুরের পুবাইল থানাধীন ভাদুন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকালে তার ব্যবহৃত মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে। তবে অস্ত্রসহ অপর সহযোগী পালিয়ে গেছে। সহযোগীকে গ্রেপ্তারের চেষ্টা এবং ব্যবহৃত অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জসিম ঘটনার সত্যতা স্বীকার করেছে। সে জানায়, পূর্বেও ওই ফার্মেসি থেকে চাঁদা দাবি করেছিল, কিন্তু না পাওয়ায় ক্ষিপ্ত হয়ে পরিকল্পিতভাবে অস্ত্রসহ এ চাঁদাবাজির ঘটনা ঘটায়।

জসিম আরও স্বীকার করেছে যে, সে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নেই। কিন্তু জুলাই অভ্যুত্থানের পর অধিক উপার্জনের আশায় মহাখালী-বনানী এলাকায় বিভিন্ন দলের নাম ভাঙিয়ে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি চালিয়ে আসছে। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও মারামারিসহ একাধিক মামলা রয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

গ্রেপ্তারকৃত আসামি জসিম উদ্দিনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বনানী থানায় হস্তান্তর করা হবে।

(ঢাকাটাইমস/২৩আগস্ট/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অপেক্ষায় এক লাখ রোহিঙ্গা, যেকোন সময় ঢুকতে পারে বাংলাদেশে
রিমান্ড নাকচ, কারাগারে জাবির সাবেক সহকারী প্রক্টর জনি
মির্জা ফখরুলের আসনসহ ঠাকুরগাঁও দখলের স্বপ্ন জামায়াতের, নাকি সম্ভাবনা?
তামাক কোম্পানির সাথে বৈঠকের সিদ্ধান্ত বাতিল, দ্রুত আইন পাসের আহ্বান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা