তিন দিনের সফরে ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার

তিন দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। শনিবার (২৩ আগস্ট) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।
এর মাধ্যমে দীর্ঘ ১৩ বছর পর কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর সরকারি সফর হলো ঢাকায়।
সফরকালে ইসহাক দার বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে তার।
কূটনৈতিক সূত্র জানায়, গত দুই দশকের টানাপোড়েনের পর দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করতে পাকিস্তান নতুন উদ্যোগ নিয়েছে। এরই ধারাবাহিকতায় গত এপ্রিল মাসে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালোচ ঢাকা সফর করেন। সেই প্রচেষ্টার অংশ হিসেবেই এবার ঢাকায় এলেন ইসহাক দার।
পাকিস্তান সরকারের বিবৃতিতে জানানো হয়েছে, এই সফরে দ্বিপাক্ষিক রাজনৈতিক সম্পর্ক পুনরুজ্জীবন, আঞ্চলিক সহযোগিতা এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে পারস্পরিক অবস্থান নিয়ে আলোচনা হবে।
(ঢাকাটাইমস/২৩ আগস্ট/আরজেড)

মন্তব্য করুন