ময়নাতদন্তকারী চিকিৎসক

ময়নাতদন্তে সাংবাদিক বিভুরঞ্জন সরকারের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ/ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ আগস্ট ২০২৫, ১৬:০০
অ- অ+

মুন্সীগঞ্জের মেঘনা নদীতে উদ্ধার সাংবাদিক বিভুরঞ্জন সরকারের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। শনিবার বিকালে বাজারবাগ বরদেশ্বরী কালী মন্দিরে শেষকৃত্য করা হবে।

এদিন বেলা সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পুলিশ ও পরিবারের উপস্থিতিতে ময়নাতদন্ত করা হয়। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

ময়নাতদন্ত সম্পন্নকারী আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শেখ মো. এহসানুল ইসলাম সাংবাদিকদের জানান, লাশটি পানি থেকে উদ্ধার করা হয়েছিল এবং হালকা পচনশীল ছিল। শরীরের বাইরে ও ভেতরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে কিছু অংশ যেমন দাঁত, চুল, লিভার, কিডনি ও পাকস্থলী সংগ্রহ করে ফ্রিজিং করে ঢাকায় পাঠানো হয়েছে। চূড়ান্ত প্রতিবেদনের পর বিস্তারিত মন্তব্য করা হবে।

বিভুরঞ্জন সরকারের ছোট ভাই চিররঞ্জন সরকার বলেন, “ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন আসার পর আমরা মরদেহ ঢাকায় নিয়ে যাবো। প্রথমে সিদ্ধেশ্বরীর বাসায় রাখা হবে, এরপর সবুজবাগের বরেদেশ্বরী কালীমন্দিরে সৎকার করা হবে। আইনি ব্যবস্থার বিষয়ে পরিবার বসে সিদ্ধান্ত নেবে।”

কলাগাছিয়া নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ সালেহ আহমেদ পাঠান জানান, “ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

৭১ বছর বয়সী বিভুরঞ্জন সরকার দৈনিক আজকের পত্রিকায় জ্যেষ্ঠ সহকারী সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। গত বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১০টার দিকে সিদ্ধেশ্বরীর বাসা থেকে অফিসের উদ্দেশে বের হওয়ার পর নিখোঁজ হন। শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বলাকির চর এলাকার মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করা হয়।

(ঢাকাটাইমস/২৩আগস্ট/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সহকর্মীকে ধর্ষণের মামলায় পুলিশ কনস্টেবল সাফিউর কারাগারে
ডাকসু হল সংসদ নির্বাচন: জহুরুল হক হলে লড়ছেন আপন দুই ভাই
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় দুই শিশুসহ ৪ জনের মৃত্যু
বিএনপির সঙ্গে বৈঠকে বসেছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা