তামাকবিরোধী ইয়ুথ মার্চে দাবি
তামাক কোম্পানির সাথে বৈঠকের সিদ্ধান্ত বাতিল, দ্রুত আইন পাসের আহ্বান

তামাক কোম্পানির সঙ্গে সরকারের উপদেষ্টা কমিটির বৈঠকের সিদ্ধান্ত বাতিল এবং তামাক নিয়ন্ত্রণ আইনের খসড়া সংশোধনী দ্রুত পাসের দাবিতে রাজধানীতে তামাকবিরোধী ‘ইয়ুথ মার্চ’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া এ কর্মসূচি শাহবাগে এসে শেষ হয়।
কর্মসূচির উদ্বোধন করেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান।
তিনি বলেন, ‘তামাক যে ক্ষতিকর তা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। আজকে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের দাবিতে সমবেত হওয়া তরুণদের সঙ্গে আমি একাত্মতা প্রকাশ করছি।’
আয়োজকরা জানান, বাংলাদেশে প্রতিবছর তামাকজনিত কারণে ১ লাখ ৬১ হাজার মানুষ মারা যায়। অসংখ্য মানুষ নানা জটিল রোগে ভোগেন। তরুণদের মধ্যে তামাক ব্যবহারের প্রবণতা বাড়ছে, যা জাতির ভবিষ্যতের জন্য হুমকিস্বরূপ।
বক্তারা আরও বলেন, গণমাধ্যমে প্রকাশিত তামাক কোম্পানির সঙ্গে উপদেষ্টা কমিটির বৈঠকের সিদ্ধান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোল (এফসিটিসি)-এর ৫.৩ ধারার সুস্পষ্ট লঙ্ঘন। এফসিটিসি-তে স্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশ এ প্রতিশ্রুতি রক্ষা করতে বাধ্য।
ইয়ুথ মার্চ থেকে সরকারের প্রতি দুটি দাবি জানানো হয়। যেগুলো হলো— উপদেষ্টা কমিটির তামাক কোম্পানির সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করতে হবে এবং স্বাস্থ্য মন্ত্রণালয় প্রস্তাবিত তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের খসড়াটি দ্রুত পাস করতে হবে।
মার্চে প্রায় ১০ হাজার তরুণ অংশ নেন। কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে ঢাকা আহছানিয়া মিশন, ডর্প, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, নারী মৈত্রী, পিপিআরসি, প্রজ্ঞা, তাবিনাজসহ বিভিন্ন সংগঠন।
কর্মসূচি শেষে প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রতিনিধির হাতে ১০ হাজার তামাকবিরোধী যুব প্রতিনিধির স্বাক্ষরসংবলিত দাবিনামা হস্তান্তর করা হয়।

মন্তব্য করুন