রাজধানীর কদমতলীতে বহুতল ভবনে ভয়াবহ আগুন

রাজধানীর কদমতলীতে মধ্যরাতে একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে ১০তলা ভবনটিতে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, রাত ২টার দিকে আগুন লাগার খবর পেয়ে কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত পৌনে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সাড়ে ৩টার দিকে পুরোপুরি নেভানো সম্ভব হয়।
কেরানীগঞ্জের সিনিয়র স্টেশন অফিসার হাসান উল আলম বলেন, “অগ্নিকাণ্ডের ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে। ঘটনাস্থল থেকে ১১ জনকে উদ্ধার করা হয়েছে।” তিনি আরও জানান, আগুনে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
তবে আগুন লাগার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে। এদিকে এলাকাবাসীর দাবি, ভবনের এসির লাইনের বিস্ফোরণ থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।
(ঢাকাটাইমস/২৩ আগস্ট/আরজেড)

মন্তব্য করুন