নিউইয়র্কে পর্যটকবাহী বাস উল্টে শিশুসহ নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ আগস্ট ২০২৫, ০৯:৫৪| আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ১২:৩২
অ- অ+

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পর্যটকবাহী একটি বাস উল্টে শিশুসহ অন্তত ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু যাত্রী। শুক্রবার (২২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে আই-৯০ মহাসড়কে পেমব্রুক শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে। বাসটিতে চালকসহ ৫২ জন পর্যটক ছিলেন, যারা নায়াগ্রা জলপ্রপাত থেকে নিউইয়র্ক শহরে ফিরছিলেন।

নিউইয়র্ক স্টেট পুলিশ জানায়, দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে উল্টে যায়। দুর্ঘটনার পরপরই মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে নিউইয়র্ক ট্রান্সপোর্ট অথরিটি বিকল্প পথে চলাচলের নির্দেশ দেয়।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ, ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীরা। উদ্ধার অভিযানে যোগ দেয় হেলিকপ্টার ও অ্যাম্বুলেন্সও। স্থানীয় বাসিন্দারাও ঘটনাস্থলে ছুটে এসে সহায়তা করেন। আহতদের এরি কাউন্টি মেডিকেল সেন্টার এবং স্ট্র মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশের মুখপাত্র জেমস ও'ক্যালাঘ্যান জানান, নিহতদের মধ্যে শিশু রয়েছে। তবে বাসের চালক বেঁচে আছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, বাসটিতে বেশিরভাগ যাত্রী ছিলেন ভারতীয়, চীনা ও ফিলিপিনো, যাদের মধ্যে অনেক শিশু ছিল।

নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল জানিয়েছেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধান চলছে। তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

(ঢাকাটাইমস/২৩ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাংবাদিক বিভুরঞ্জনের দিকে তাকানোর ফুরসত পায়নি স্বৈরাচার হাসিনা: রাষ্ট্রদূত আনসারী
খুলনায় যুবদল নেতাকে গলাকেটে হত্যা
নোবেলজয়ী অমর্ত্য সেন পুশইন নিয়ে যা বললেন
৩৩ দিন মৃত্যুর সঙ্গে লড়াই শেষে না ফেরার দেশে মাইলস্টোনের শিক্ষার্থী তাসনিয়া
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা