নোবেলজয়ী অমর্ত্য সেন পুশইন নিয়ে যা বললেন

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ আগস্ট ২০২৫, ১২:০৬
অ- অ+

ভারত বাংলাদেশের ওপর চাপ সৃষ্টির নতুন কৌশল হিসেবে 'পুশইন' শুরু করেছে। বিএসএফ বিভিন্ন রাজ্য থেকে বাংলাভাষীদের ধরে সীমান্ত দিয়ে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দিচ্ছে এবং তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে। এ প্রসঙ্গে ভারতের জাতীয় ভোটার তালিকার সংশোধন (এসআইআর) নিয়ে চলমান বিতর্কের মধ্যে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন ভোটাধিকার প্রসঙ্গে স্পষ্ট অবস্থান জানিয়েছেন। তিনি বলেন, “এসআইআরের নামে ভোট দেওয়ার অধিকার কেড়ে নেওয়া যায় না। এ বিষয়ে কোনো আলোচনার সুযোগ নেই।

শুক্রবার সল্টলেকের আইবি ব্লকে অবস্থিত অমর্ত্য সেন গবেষণা কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তিনি আরও বলেন, দেশে বহু নাগরিকের প্রয়োজনীয় নথিপত্র না থাকলেও তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া উচিত নয়। তিনি উল্লেখ করেন, “কিছুটা ভালো করার অজুহাতে বড় রকম ক্ষতি করা উচিত নয়।

বাঙালিত্ব নিয়ে অসহিষ্ণুতা প্রসঙ্গে অমর্ত্য সেন বলেন, “বাংলায় কথা বললে নাকি বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার কথা শোনা যাচ্ছে। আমি ফরাসি জানি না, জানলে কি আমাকে ফ্রান্সে পাঠিয়ে দেওয়া হতো?” তবে রসিকতা করে যোগ করেন, “আমাকে বাংলাদেশে পাঠালে আমার আপত্তি নেই, ঢাকায় আমাদের বাড়ি ছিল, পরিবারের শিকড়ও সেখানেই।

প্রতীচী ট্রাস্টের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ভারতের যুব সমাজ ও তাদের সামাজিক সুযোগ নিয়ে আলোচনা হয়। এ সময় তার দাদু ক্ষিতিমোহন সেনের লেখা ‘ভারতে হিন্দুমুসলমানের যুক্ত সাধনাবইটির পুনঃমুদ্রণ প্রকাশিত হয়।

(ঢাকাটাইমস/২৩ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ময়নাতদন্তে সাংবাদিক বিভুরঞ্জন সরকারের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি
সংকট সমাধানের পথ নির্বাচিত জনপ্রতিনিধিত্বের সরকার : মির্জা ফখরুল
ভেজাল দুধ তৈরির অভিযোগে কৃষক দল নেতা আব্দুল মমিনকে বহিষ্কার
নয়া দিগন্তের সাবেক সম্পাদক আলমগীর মহিউদ্দিন মারা গেছেন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা