ফরিদপুরের নির্জন জঙ্গল থেকে পাকিস্তানি রিভলবার-গুলি উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ আগস্ট ২০২৫, ১৩:১২| আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ১৪:০৫
অ- অ+

ফরিদপুরের মধুখালী থানার দেলমোহারপুর এলাকার নির্জন বাগান থেকে একটি পাকিস্তানি রিভলবার, তিন রাউন্ড তাজা গুলি এবং একটি ব্যবহৃত কার্তুজ কেস উদ্ধার করা হয়েছে।

শুক্রবার রাতে র‍্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্প ও সেনাবাহিনীর যৌথ অভিযানে এগুলো উদ্ধার করে।

শনিবার দুপুরে র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার এ তথ্য জানান।

তিনি বলেন, গতকাল রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ ও সেনাবাহিনীর একটি চৌকস দল দেলমোহারপুর গ্রামে এ অভিযান পরিচালনা করে। অভিযানের নেতৃত্ব দেন র‍্যাব-১০, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার তারিকুল ইসলাম।

র‌্যাব জানায়, অভিযানে ইব্রাহীম খান (৬৭) নামের এক ব্যক্তির বাগানের নির্জন ও পরিত্যক্ত অংশে তল্লাশি চালিয়ে এসব অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত অস্ত্রগুলো দীর্ঘদিন ধরে সেখানে লুকিয়ে রাখা হয়েছিল।

তাপস কর্মকার আরও জানিয়েছেন, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি সংক্রান্ত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মধুখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৩আগস্ট/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘তরুণরা ঐক্যবদ্ধ থাকলে যেকোনো সমস্যার সমাধান সম্ভব’
পেয়েছিলেন শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারীর পুরষ্কার, এবার প্রত্যাহার হলেন মাদক পাচারের অভিযোগে
ঈদে মিলাদুন্নবী কবে? জানা যাবে আজ
হামদর্দ বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা