ফরিদপুরের নির্জন জঙ্গল থেকে পাকিস্তানি রিভলবার-গুলি উদ্ধার

ফরিদপুরের মধুখালী থানার দেলমোহারপুর এলাকার নির্জন বাগান থেকে একটি পাকিস্তানি রিভলবার, তিন রাউন্ড তাজা গুলি এবং একটি ব্যবহৃত কার্তুজ কেস উদ্ধার করা হয়েছে।
শুক্রবার রাতে র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্প ও সেনাবাহিনীর যৌথ অভিযানে এগুলো উদ্ধার করে।
শনিবার দুপুরে র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার এ তথ্য জানান।
তিনি বলেন, গতকাল রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ ও সেনাবাহিনীর একটি চৌকস দল দেলমোহারপুর গ্রামে এ অভিযান পরিচালনা করে। অভিযানের নেতৃত্ব দেন র্যাব-১০, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার তারিকুল ইসলাম।
র্যাব জানায়, অভিযানে ইব্রাহীম খান (৬৭) নামের এক ব্যক্তির বাগানের নির্জন ও পরিত্যক্ত অংশে তল্লাশি চালিয়ে এসব অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত অস্ত্রগুলো দীর্ঘদিন ধরে সেখানে লুকিয়ে রাখা হয়েছিল।
তাপস কর্মকার আরও জানিয়েছেন, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি সংক্রান্ত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মধুখালী থানায় হস্তান্তর করা হয়েছে।
(ঢাকাটাইমস/২৩আগস্ট/এলএম)

মন্তব্য করুন