গাজায় ইসরায়েলি হামলায় আরও ৭১ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ আগস্ট ২০২৫, ০৮:৩৩| আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ১২:০৬
অ- অ+

অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের ভয়াবহ হামলায় নতুন করে আরও অন্তত ৭১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত একদিনে এসব হামলায় আহত হয়েছেন আরও ২৫১ জন। নিহতদের মধ্যে শুধু গাজা সিটিতেই ৩৭ জনের মৃত্যু হয়েছে, যেখানে ইসরায়েল বড় ধরনের সামরিক অভিযানের পরিকল্পনা করছে।

আল জাজিরার এক ভিডিও প্রতিবেদনে দেখা গেছে, শেখ রাদওয়ান এলাকায় একটি স্কুল ভবনের উপর ইসরায়েলি কোয়াডকপ্টার ঘুরতে থাকে। সেখানে অস্থায়ী তাঁবুতে আশ্রয় নিয়েছিলেন বহু ফিলিস্তিনি। হঠাৎ কোয়াডকপ্টারটি বিস্ফোরক ফেললে অন্তত ১২ জন বেসামরিক নাগরিক নিহত হন।

অন্যদিকে গাজা সিটির তুফাহ এলাকায়ও ইসরায়েলি বাহিনীর হাতে আরও একজন নিহত হওয়ার খবর দিয়েছে আল-আহলি হাসপাতালের চিকিৎসা সূত্র।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, অনাহার ও অপুষ্টিতে নতুন করে আরও দুজনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে একটি শিশুও রয়েছে। এর ফলে দুর্ভিক্ষ-সম্পর্কিত মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭৩ জনে। মৃতদের মধ্যে ১১২ শিশু।

মন্ত্রণালয় জানিয়েছে, অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে বা রাস্তায় আটকা পড়েছেন। অব্যাহত বোমা হামলা ও উদ্ধার সরঞ্জামের অভাবে দলগুলো তাদের কাছে পৌঁছাতে পারছে না।

মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ১৮ মার্চ থেকে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভেঙে ইসরায়েল নতুন করে অভিযান শুরুর পর থেকে ১০ হাজার ৭১৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ৪৫ হাজার ৩২৪ জন।

শুধু গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা নিতে আসা বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলি হামলায় ২৪ জন নিহত এবং ১৩৩ জন আহত হয়েছেন। ২৭ মে থেকে মানবিক সহায়তা নিতে গিয়ে মোট ২ হাজার ৬০ জন নিহত এবং ১৫ হাজার ১৯৭ জন আহত হয়েছেন।

এর আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, হামাস যদি ইসরায়েলের শর্তে যুদ্ধ বন্ধে রাজি না হয়, তবে গাজার বৃহত্তম শহর ধ্বংস করে দেওয়া হবে।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি গণহত্যায় এখন পর্যন্ত অন্তত ৬২ হাজার ২৬৩ জন ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ৫৭ হাজার ৩৬৫ জন আহত হয়েছেন। অন্যদিকে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় ইসরাইলে এক হাজার ১৩৯ জন নিহত এবং ২০০ জনের বেশি মানুষকে জিম্মি করা হয়েছিল।

(ঢাকাটাইমস/২৩ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নোবেলজয়ী অমর্ত্য সেন পুশইন নিয়ে যা বললেন
৩৩ দিন মৃত্যুর সঙ্গে লড়াই শেষে না ফেরার দেশে মাইলস্টোনের শিক্ষার্থী তাসনিয়া
নিজের মন্তব্যের জন্য এবার ক্ষমা চাইলেন অভিনেতা স্বাধীন খসরু
জুলাই সনদ পর্যালোচনা করে মতামত দিয়েছে বিএনপি, এনসিপিসহ ২৩টি দল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা