নারায়ণগঞ্জে গ্যাসের আগুনে একই পরিবারের ১০ জন দগ্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ আগস্ট ২০২৫, ০৯:২৬| আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ১২:০০
অ- অ+

গ্যাস লিকেজ থেকে আগুনে একই পরিবারের ১০ জন দগ্ধ হয়েছেন। শনিবার (২৩ আগস্ট) সকাল ৭টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন লেগে এই দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে।

তাদের সবাইকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন— তানজিল ইসলাম (৪০), তার স্ত্রী আসমা বেগম (৩৫), তাদের সন্তান তিশা (১৭) ও আরাফাত (১৫), হাসান (৩৫), তার স্ত্রী সালমা বেগম (৩২), তাদের সন্তান মুনতাহা (১১), জান্নাত (৪) ও ইমাম উদ্দিন (১ মাস)। আসমা ও সালমা দুই বোন। তাদের মা তাহেরা খাতুনও (৬০) দগ্ধ হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন (ভারপ্রাপ্ত) ডা. সুলতান মাহমুদ সিকদার জানান, বার্ন ইনস্টিটিউটে ১০ জন দগ্ধ রোগী এসেছেন। তাদের কার কত শতাংশ দগ্ধ হয়েছে তা দেখা হচ্ছে। তবে সবার অবস্থাই গুরুতর।

(ঢাকাটাইমস/২৩ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাংবাদিক বিভুরঞ্জনের দিকে তাকানোর ফুরসত পায়নি স্বৈরাচার হাসিনা: রাষ্ট্রদূত আনসারী
খুলনায় যুবদল নেতাকে গলাকেটে হত্যা
নোবেলজয়ী অমর্ত্য সেন পুশইন নিয়ে যা বললেন
৩৩ দিন মৃত্যুর সঙ্গে লড়াই শেষে না ফেরার দেশে মাইলস্টোনের শিক্ষার্থী তাসনিয়া
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা