ভেজাল দুধ তৈরির অভিযোগে কৃষক দল নেতা আব্দুল মমিনকে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ আগস্ট ২০২৫, ১৫:৫৩| আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ১৬:০৪
অ- অ+

পাবনার চাটমোহরে ভেজাল দুধ তৈরির অভিযোগে কৃষক দল নেতা আব্দুল মমিনকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলা কৃষক দলের আহ্বায়ক লিটন বিশ্বাস ও সদস্য সচিব আজাদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আব্দুল মমিন উপজেলার বিলচলন ইউনিয়নের আজিজুল প্রামাণিকের ছেলে এবং ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। দলে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উল্লেখ করা হলেও মূলত ভেজাল দুধ উৎপাদন ও বাজারজাত করার অভিযোগেই তাকে বহিষ্কার করা হয়েছে বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।

স্থানীয়রা জানান, বাড়ির পাশে ভাড়া করা ঘরে দীর্ঘদিন ধরে ডিটারজেন্ট, সয়াবিন তেল ও বিভিন্ন কেমিক্যাল মিশিয়ে ভেজাল দুধ তৈরি করে আসছিলেন আব্দুল মমিন। বিষয়টি টের পেয়ে সোমবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরীর নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানের খবর পেয়ে পালিয়ে যান তিনি। এ সময় ৭০০ লিটার ভেজাল দুধ ও বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়।

বুধবার নটাবাড়িয়া বাজারে তার অবৈধভাবে পরিচালিত চিলিং সেন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করেন ইউএনও মুসা নাসের চৌধুরী।

(ঢাকাটাইমস/২৩ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সহকর্মীকে ধর্ষণের মামলায় পুলিশ কনস্টেবল সাফিউর কারাগারে
ডাকসু হল সংসদ নির্বাচন: জহুরুল হক হলে লড়ছেন আপন দুই ভাই
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় দুই শিশুসহ ৪ জনের মৃত্যু
বিএনপির সঙ্গে বৈঠকে বসেছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা