ডাকসু হল সংসদ নির্বাচন: জহুরুল হক হলে লড়ছেন আপন দুই ভাই

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ আগস্ট ২০২৫, ১৯:৩৯
অ- অ+

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ব্যতিক্রমী এক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে শহীদ সার্জেন্ট জহুরুল হক হল। এই হলে দুটি গুরুত্বপূর্ণ পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন আপন দুই ভাই—আবু উবাইদা আব্দুল্লাহ খন্দকার এবং মুসআব আব্দুল্লাহ খন্দকার।

তারা দুজনেই বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বড় ভাই আবু উবাইদা আব্দুল্লাহ খন্দকার প্রতিদ্বন্দ্বিতা করছেন সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে। অপরদিকে ছোট ভাই মুসআব আব্দুল্লাহ খন্দকার লড়ছেন সাহিত্য সম্পাদক পদে। তাদের এই অংশগ্রহণ ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

আবু উবাইদা সাম্প্রতিক সময়ে দেশব্যাপী আলোচিত ‘জুলাই অভ্যুত্থান’-এর কেন্দ্রীয় সহ-সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বর্তমানে জহুরুল হক হল কুইজ ক্লাবের সহ-সভাপতি এবং হল অ্যারাবিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক।

অন্যদিকে মুসআব বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় কুইজ সোসাইটির যুগ্ম সম্পাদক এবং জহুরুল হক হল কুইজ ক্লাবের সভাপতি। তিনি বিএনসিসি, সাহিত্য সংসদসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। নির্বাচনী প্রতিশ্রুতিতে তিনি বলেন, “আমি নির্বাচিত হলে হলের শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক বিকাশে কাজ করবো।”

উল্লেখযোগ্য বিষয় হলো—আবু উবাইদা ও মুসআব দুই ভাই ২০২০-২১ শিক্ষাবর্ষে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় একই মেরিট স্কোর অর্জন করে পাশাপাশি মেধাক্রমে স্থান পান এবং আরবী বিভাগে ভর্তি হন। এবার হল সংসদ নির্বাচনে একসঙ্গে প্রার্থী হওয়ায় ক্যাম্পাসে তাদের নিয়ে জোর আলোচনা চলছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কুষ্টিয়ায় সাংবাদিক হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি মিলন গ্রেপ্তার
তুরাগের চার ওয়ার্ড বিচ্ছিন্নের ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না: মোস্তফা জামান
জামালপুর বিএনপির ফের সভাপতি শামীম-সম্পাদক মামুন
সহনশীল ও ধৈর্যশীল আচরণে নেতাকর্মীদের প্রতি আমিনুল হকের আহ্বান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা