কুষ্টিয়ায় সাংবাদিক হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি মিলন গ্রেপ্তার

কুষ্টিয়া জেলায় সাংবাদিক ফিরোজ আহম্মদ হত্যাচেষ্টা মামলার এজাহারনামীয় প্রধান আসামি মিলন হোসেনকে (৩২) গ্রেপ্তার করেছে র্যাব-২।
শনিবার রাতে ঢাকার সাভার থানার তেতুলঝোড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক খান আসিফ তপু।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ফিরোজ আহম্মদ (৫৮) দৈনিক আজকের সূত্রপাত পত্রিকার সাংবাদিক, মিরপুর উপজেলা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এবং আলো স্বেচ্ছাসেবী পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক। গত ১১ আগস্ট ভোরে নামাজ পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার সময় মিলনসহ কয়েকজন তার ওপর হামলা চালায়। এসময় তাকে হাতুড়ি দিয়ে পেটানো হয় এবং ইট দিয়ে মাথায় আঘাত করা হয়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ফিরোজকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল এবং পরে ঢাকার ট্রমা সেন্টার অ্যান্ড অর্থোপেডিক হাসপাতালে রেফার করেন।
ঘটনার পর ফিরোজ আহম্মদের ভাগিনা বাদী হয়ে মিরপুর থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। মামলাটি আমলে নিয়ে র্যাব আসামিদের ধরতে তৎপরতা বাড়ায় এবং সাভার থেকে গ্রেপ্তার করা হয়।
খান আসিফ তপু জানান, গ্রেপ্তারকৃত আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এছাড়া গ্রেপ্তারকৃত মিলনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন