মুন্সিগঞ্জে পদ্মার ভাঙন এলাকা পরিদর্শন করলেন বিএনপির আব্দুস সালাম আজাদ

মুন্সীগঞ্জ-২ আসনের (লৌহজং ও টংগিবাড়ী) সংসদীয় এলাকার টংগিবাড়ী উপজেলার দিঘীরপাড় বাজার সংলগ্ন পদ্মা নদীর ভাঙন এলাকা পরিদর্শন করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। শনিবার (২৩ আগস্ট) বিকেল পাঁচটার দিকে তিনি ভাঙনে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন এবং তাঁদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন টংগিবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিকসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পরিদর্শন শেষে আব্দুস সালাম আজাদ বলেন, ‘পদ্মা নদীর ভাঙনে অসংখ্য পরিবার বাড়িঘর হারিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছে। সরকারিভাবে কার্যকর উদ্যোগ না নেওয়ায় মানুষের দুর্ভোগ বাড়ছে। আমরা বিএনপি নেতাকর্মীরা সব সময় তাঁদের পাশে আছি এবং থাকব।’
স্থানীয় নেতারা জানান, নদীভাঙনে এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক পরিবার বসতভিটা হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।

মন্তব্য করুন