ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় দুই শিশুসহ ৪ জনের মৃত্যু

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুই শিশু ও এক কিশোরসহ ৪ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ের মধ্যে আরও ২৪৭ জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মারা যাওয়া দুই কন্যা শিশুর বয়স যথাক্রমে ৪ ও ৭। অপর দুইজনের মধ্যে একজন নারী ও একজন পুরুষ। তাদের বয়স ২৬ ও ১৫। এ নিয়ে এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে চলতি বছরে এখন পর্যন্ত ১১৪ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে ৬৫ জন পুরুষ ও ৪৯ জন নারী।
প্রতিবেদনে বলা হয়, গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ১০০ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩১ জন, চট্টগ্রাম বিভাগে ৫৭ জন, বরিশাল বিভাগে ৫৬ জন ও ময়মনসিংহ বিভাগে ৩ জন রোগী ভর্তি হয়েছেন। চলতি বছরে জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে সবমিলিয়ে ২৭ হাজার ৭৮২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
(ঢাকাটাইমস/২৩আগস্ট/এলএম)

মন্তব্য করুন