উন্নয়ন বিষয়ক দিনব্যাপী কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ আগস্ট ২০২৫, ১৭:৫৮
অ- অ+

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্তৃক ২১ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার ‘পল্লী উন্নয়নে উদ্ভাবনী মাইক্রোফাইন্যান্স: তারুণ্যের শক্তি ও গ্রামীণ উদ্যোক্তা উন্নয়ন’ বিষয়ক দিনব্যাপী কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড। গত ২১ আগস্ট, রাজধানীর কারওয়ান বাজারস্থ বিআরডিবি এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় উন্নয়ন বিষয়ক এই গুরুত্বপূর্ণ কর্মশালা।

দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য ও গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এবং পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালক প্রিন্সিপাল নুরে আলম তালুকদার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মুনিমা হাফিজ। উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন বিআরডিবি এর মহাপরিচালক সরদার মোঃ কেরামত আলী। কর্মশালায় বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও দপ্তর-সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

এছাড়া বিআরডিবি সদর কার্যালয়ে কর্মরত পরিচালক ও যুগ্মপরিচালক, উপপরিচালক, সহকারী পরিচালক এবং জেলা দপ্তর ও উপজেলা দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন। কর্মশালায় আলোচ্য বিষয়ের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআরডিবি’র উপপরিচালক (পরিকল্পনা) মো: জিয়াউল হাসান।

কর্মশালায় প্রধান অতিথি অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী বলেন গ্রামীণ উন্নয়ন ব্যতীত দেশের উন্নয়ন সম্ভব নয়। সকলকে নৈতিক শিক্ষা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সমন্বয় করে কাজ করতে হবে। তিনি বিআরডিবি’র কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সময় উপযোগি প্রশিক্ষণ, গবেষণা, আন্তর্জাতিক সহযোগিতা, মাইক্রোফাইন্যান্স সেক্টরে অভিজ্ঞতা বিনিমিয়, সফলতার কেইস স্টাডি, নতুন কার্যক্রম বাস্তবায়ন ও তথ্য প্রযুক্তির ব্যবহার এর উপর বিশেষ গুরুত্বারোপ করেন। মাইক্রোফাইন্যান্সের মাধ্যমে মূলধনের বহুমূখী ব্যবহার ও বৈচিত্রময় পণ্য ও সেবা উৎপাদনে দেশি-বিদেশি অভিজ্ঞতা ও উন্নয়ন সহযোগীদের সাথে পার্টনারশীপে উদ্ভাবনী কার্যক্রম গ্রহণের বিষয়ে অলোকপাত করেন।

এছাড়াও সামগ্রিক পল্লী উন্নয়নে মানবসম্পদ উন্নয়নের বিষয়টি বিশেষভাবে তুলে ধরেন। এ লক্ষ্যে বিআরডিবি ও নর্থ সাউথ ইউনিভার্সিটি এর মধ্যে সমঝোতা স্মারক সম্পাদন এবং বিআরডিবি ও গ্রামীণ ব্যাংক এর কর্মকর্তাদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের প্রস্তাব করেন।

কর্মশালায় সভাপতির বক্তব্যে বিআরডিবি’র মহাপরিচালক ও সরকারের অতিরিক্ত সচিব সরদার মোঃ কেরামত আলী বলেন, বিআরডিবি দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নানাবিধ কার্যক্রম পরিচালনা করে থাকে। তন্মধ্যে মানব সংগঠন সৃজন, আয়বর্ধনমূলক প্রশিক্ষণ, ক্ষুদ্র ও উদ্যোক্তা ঋণ সহায়তা ও নিবিড় তদারকি এবং ক্ষুদ্র স্কীম বাস্তবায়ন উল্লেখযোগ্য। তিনি উল্লেখ করেন যে, কর্মশালায় বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের অংশগ্রহণে প্রাপ্ত সুপারিশ বিআরডিবি’র ভবিষ্যত কর্মপন্থা নির্ধারণে সহায়ক ভূমিকা পালন করবে। দেশের দারিদ্র বিমোচন ও সার্বিক কল্যাণে কর্মশালার সুপারিশ বাস্তবায়নে বিআরডিবি পরিবার সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবে মর্মে অঙ্গীকার করেন।বিআরডিবি’র হৃত গৌরব পুনরুদ্ধারে আজকের কর্মশালা একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

বিজ্ঞপ্তি

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপি নেতাদের নৈশভোজ
এক বছরে সন্ত্রাস, চাঁদাবাজি, দখল ব্যাপকভাবে বেড়েছে: জামান মোল্লা
সরকারি খরচে আইনি সহায়তা পেয়েছেন ১২ লাখের বেশি মানুষ
জনভোগান্তি এড়াতে রাজধানীর ৯১টি স্থানে সভা-সমাবেশ করার প্রস্তাব ডিএমপির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা