হামদর্দ বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ আগস্ট ২০২৫, ১৭:২০
অ- অ+

হামদর্দ বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের সভা রাজধানীর বাংলামটরস্থ প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান। শনিবার, ২৩ শে আগস্ট ২০২৫ সকালে হামদর্দ প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের ভাইস-চেয়ারম্যান, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী অনুষদের সাবেক ডীন প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসান; ট্রাস্টি বোর্ডের মহাসচিব, হামদর্দ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়াল্লী ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া।

এছাড়া উপস্থিত ছিলেন ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-এর চেয়ারম্যান, বিশিষ্ট অর্থনীতিবিদ ও পুঁজিবাজার বিশ্লেষক প্রফেসর আবু আহমেদ; সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ও সাবেক সচিব ড. মুহাম্মদ আব্দুল মজিদ; একুশে পদকপ্রাপ্ত বক্ষব্যাধী বিশেষজ্ঞ অধ্যাপক ডা. ইকবাল হাসান মাহমুদ; এবং সাবেক সিনিয়র জেলা জজ আবুল হোসেন খন্দকার। বোর্ড ট্রাস্টিজের অন্যতম সদস্য, ওয়াক্ফ প্রশাসক মো. নুর- ই- আলম ও মাওলানা মো. আবদুল মুনায়েম অনলাইনের মাধ্যমে সভায় যুক্ত হন।

সভায় হামদর্দ বাংলাদেশের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও মানবকল্যাণে গ্রহণকৃত নানা উদ্যোগের মূল্যায়ন করা হয়। একইসাথে প্রতিষ্ঠানকে আধুনিকায়ন, স্বাস্থ্যসেবার সম্প্রসারণ এবং শিক্ষা ও গবেষণায় অবদান আরও জোরদারের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন হামদর্দ বাংলাদেশের সিনিয়র পরিচালক মার্কেটিং অ্যান্ড সেলস এবং পরিকল্পনা ও উন্নয়ন অধ্যাপক হাকীম কামরুন নাহার পলিন; পরিচালক উৎপাদন বশির আহাম্মদ; পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিক; পরিচালক হামদর্দ ফাউন্ডেশন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মাহবুব আনোয়ার; পরিচালক অর্থ ও হিসাব নাজমুল করিম এফসিএ; কোম্পানি সেক্রেটারি ও পরিচালক প্রশাসন মো. আবদুল মজিদ; হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উপাচার্য্য অধ্যাপক ড. মঞ্জুরুল আলম; উপ-পরিচালক প্রশাসন ও পরিচালক লিগ্যাল ও প্রটোকল (অ দা) মিজানুর রহমান এবং উপ- পরিচালক মার্কেটিং ডা. আবুল তৈমুর চৌধুরী।

বিজ্ঞপ্তি

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপি নেতাদের নৈশভোজ
এক বছরে সন্ত্রাস, চাঁদাবাজি, দখল ব্যাপকভাবে বেড়েছে: জামান মোল্লা
সরকারি খরচে আইনি সহায়তা পেয়েছেন ১২ লাখের বেশি মানুষ
জনভোগান্তি এড়াতে রাজধানীর ৯১টি স্থানে সভা-সমাবেশ করার প্রস্তাব ডিএমপির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা