জনগণ নির্বাচনমুখী হয়ে গেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ আগস্ট ২০২৫, ১৩:৩৫| আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ১৩:৪৯
অ- অ+

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, যেহেতু সবাই নির্বাচনমুখী হয়ে গেছে, সেহেতু নির্বাচন করতে কোনো অসুবিধা নেই।

শনিবার রাজধানীর বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) হিমাগার, কেন্দ্রীয় বীজ পরীক্ষাগার ও সবজি বীজ প্রক্রিয়াকরণ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘জনগণ নির্বাচনমুখী, তাই নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না। নির্বাচন বানচালে যারা ষড়যন্ত্র করছে, সরকার শক্ত হাতে তাদের প্রতিহত করবে।’

অস্ত্র উদ্ধারের ব্যাপারে তিনি বলেন, শুধু নির্বাচনকেন্দ্রিক নয়, সব সময়ের জন্যই অবৈধ অস্ত্র প্রবেশ ঠেকাতে আমরা কাজ করছি। সীমান্ত এখন আগের চেয়ে অনেক বেশি সুরক্ষিত। লুট হওয়া অস্ত্র উদ্ধারে অন্তর্বর্তী সরকার পদক্ষেপ নিচ্ছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয়ভাবে তৎপর রয়েছে।

গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতার বিষয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আগে মানুষ নিজেদের মত প্রকাশে সংকোচ বোধ করত, কিন্তু এখন ফেসবুকের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষ অনেক কিছুই বলতে পারছে। এই ধরনের উন্মুক্ত মতপ্রকাশ গণতন্ত্রের অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ দিক।

সাম্প্রতিক সময়ে বাজারে সবজির দাম বেড়ে যাওয়ার কারণ হিসেবে তিনি চলমান বৃষ্টিকে দায়ী করে বলেন, বৃষ্টির কারণে অনেক সবজি নষ্ট হয়ে গেছে, যার ফলে বাজারে চাহিদা বেশি ও সরবরাহ কম। কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার সরাসরি কৃষকের কাছ থেকে আলু ক্রয় করবে এবং মূল্য নির্ধারণ করে দেবে। এতে কৃষক যেমন সঠিক দাম পাবে, তেমনি বাজারেও স্থিতিশীলতা আসবে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ঘোষিত সময় অনুযায়ী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

(ঢাকাটাইমস/২৩আগস্ট/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘তরুণরা ঐক্যবদ্ধ থাকলে যেকোনো সমস্যার সমাধান সম্ভব’
পেয়েছিলেন শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারীর পুরষ্কার, এবার প্রত্যাহার হলেন মাদক পাচারের অভিযোগে
ঈদে মিলাদুন্নবী কবে? জানা যাবে আজ
হামদর্দ বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা