ঢাকা রেঞ্জে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সেগুনবাগিচায় রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) রেজাউল করিম মল্লিক।
সভায় জুন ও জুলাই মাসে ঢাকা রেঞ্জের আওতাধীন জেলাগুলোর আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ পরিসংখ্যান ও তদন্ত কার্যক্রমের অগ্রগতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। এতে ডিআইজি বিভিন্ন ইউনিটের কার্যক্রম মূল্যায়ন করেন এবং অপরাধ দমন ও নিয়ন্ত্রণে আরও সক্রিয় ও পেশাদার ভূমিকা পালনের জন্য ইউনিট প্রধানদের নির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন, “অপরাধ দমনে পুলিশ সদস্যদের আরও নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে। জনসাধারণের নিরাপত্তা ও আস্থা অর্জনই আমাদের প্রধান লক্ষ্য।”
সভায় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মোহাম্মদ আবদুল মাবুদ, অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মো. মোস্তাফিজুর রহমান, আরআরএফ ঢাকার কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি) রুমানা আক্তার ও অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্) মো. সিদ্দিকুর রহমান।
এছাড়াও রেঞ্জাধীন সকল জেলার পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার/সহকারী পুলিশ সুপার এবং সকল থানার ওসিগণ ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
সভায় অংশগ্রহণকারীরা রেঞ্জভিত্তিক অপরাধের ধরণ, চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন এবং সমন্বিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে অপরাধ দমন ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
(ঢাকাটাইমস/২৪আগস্ট/এলএম)

মন্তব্য করুন