টেকনাফে বিজিবির অভিযান

ট্রাক চালকের আসনের নিচে লুকানো ছিল ১৮ হাজার পিস ইয়াবা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ আগস্ট ২০২৫, ০০:১৮| আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ০০:২৩
অ- অ+

কক্সবাজারের টেকনাফে বিজিবির চেকপোস্টে অভিযান চালিয়ে একটি ট্রাক থেকে ১৮ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ট্রাকচালককে আটক করা হয়েছে।

রবিবার (২৪ আগস্ট) রাত সাড়ে সাতটার দিকে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) দমদমিয়া চেকপোস্টে এ অভিযান চালানো হয়।

বিজিবির দমদমিয়া বিওপির একটি টহলদল নিয়মিত যানবাহন তল্লাশি চালাচ্ছিল। এ সময় নয়াপাড়া এলাকা থেকে আসা টেকনাফগামী একটি ট্রাক (কক্সবাজার-ড-১১-০১০১) থামানো হয়। বিজিবির সদস্যরা জানান, চালকের আচরণ সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী চালকের আসনের নিচ থেকে প্লাস্টিক মোড়ানো ১৮ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মাদক বহনের দায়ে ট্রাকটিও জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তির নাম মোশারফ। তিনি কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া গ্রামের বাসিন্দা।

টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান ঢাকাটাইমসকে বলেন, 'বিজিবি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এ তল্লাশি চালানো হয়। আমাদের কাছে গোপন তথ্যও ছিল। উদ্ধার করা ইয়াবা, আটক ব্যক্তি এবং জব্দকৃত ট্রাক টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

বিজিবির অধিনায়ক আরও বলেন, 'মাদক শুধু সীমান্ত এলাকায় নয়, দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্যও বড় হুমকি। আমরা আন্তরিকভাবে চাই, এ ধরনের মাদক চোরাচালান চিরতরে বন্ধ হোক। বিজিবি সব সময় এই ধরনের অপরাধ দমনে কঠোর অবস্থান নিয়ে কাজ করবে।'

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৫০০ উইকেটের মাইলফলক ছুঁয়ে বিশ্বরেকর্ড গড়লেন সাকিব
‘আমার স্ত্রী ছয় মাসের প্রেগন্যান্ট’, গ্রেপ্তারের পর পুলিশকে যে ভয়ের কথা বললেন তৌহিদ আফ্রিদি
হবিগঞ্জে অনুমতি ছাড়া দাঁড়ি রাখায় তিন কনস্টেবলকে শাস্তি
‘জনগণের সমস্যার সমাধানই আমার অঙ্গীকার’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা