ঢাকায় চালু হলো ভারতের অ্যাপোলো ক্লিনিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ আগস্ট ২০২৫, ১৫:১৭
অ- অ+

ভারতের শীর্ষস্থানীয় হাসপাতাল চেইন অ্যাপোলো গ্রুপের একটি ক্লিনিক আনুষ্ঠানিকভাবে ঢাকায় যাত্রা শুরু করেছে। বাংলাদেশে এটি অ্যাপোলো ক্লিনিকের প্রথম শাখা। ক্লিনিকটি পরিচালনা করবে জেএমআই স্পেশালাইজড হাসপাতাল। শনিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এর উদ্বোধন করা হয়।

অ্যাপোলো ক্লিনিক চালু হয়েছে ধানমন্ডির সাতমসজিদ রোডে। এখানে বিশেষায়িত চিকিৎসাসেবা দেওয়া হবে। এর আগে বসুন্ধরা এলাকায় অ্যাপোলো হাসপাতাল কার্যক্রম পরিচালনা করেছিল।

উদ্বোধনী অনুষ্ঠানে জেএমআই গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুর রাজ্জাক বলেন, “দেশের মানুষকে বৈশ্বিক মানের চিকিৎসাসেবা দেওয়ার জন্যই ঢাকায় অ্যাপোলো ক্লিনিক আনা হয়েছে। বিশ্বমানের চিকিৎসা দেশে পাওয়া গেলে বিদেশে চিকিৎসার জন্য মানুষের আর ছুটতে হবে না।

অ্যাপোলো হেলথ অ্যান্ড লাইফস্টাইল লিমিটেডের হেড অব ফ্র্যাঞ্চাইজ বিজনেস তরুণ গুলাতি বলেন, “ভারতসহ বিভিন্ন দেশে আমাদের ৭৫টি হাসপাতাল ও ৩৫০টি ক্লিনিক রয়েছে। বাংলাদেশে এবারই প্রথম অ্যাপোলো ক্লিনিক চালু হলো।

বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির সভাপতি আব্দুল মুক্তাদির বলেন, “বাংলাদেশ খুব অল্প সময়ের মধ্যে প্রতিকূলতা কাটিয়ে উঠবে। দেশের মানুষ ভালো সময় কাটাবে। এজন্য উদ্যোক্তাদের পাশে থাকা জরুরি, যেমনভাবে মো. আব্দুর রাজ্জাক দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে কাজ করছেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির মহাসচিব জাকির হোসেন, জেএমআই হাসপাতাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের পরিচালক হোয়াই কোয়ান কিম, জেএমআই গ্রুপের চেয়ারম্যান মো. জাবেদ ইকবাল পাঠান এবং জেএমআই স্পেশালাইজড হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা তামজীদ আলম।

(ঢাকাটাইমস/২৪ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘জনগণের সমস্যার সমাধানই আমার অঙ্গীকার’
তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
ফজলুর রহমানের বক্তব্য প্রত্যাহারে ২৪ ঘন্টার আলটিমেটাম
শোকজের চিঠি হাতে পাননি বিএনপি নেতা ফজলুর রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা