তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ আগস্ট ২০২৫, ২২:৪৭| আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ২৩:৪৫
অ- অ+

কনটেন্ট ক্রিয়েটর ও বেসরকারি টেলিভিশন চ্যানেল মাইটিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রবিবার রাতে বরিশাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত রবিবার বিকালে মাইটিভির চেয়ারম্যান ও তৌহিদ আফ্রিদির বাবা নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। বর্তমানে তিনি পুলিশি রিমাণ্ডে রয়েছেন।

জানা গেছে, ছাত্র-জনতার আন্দোলন চলাকালে তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল তৌহিদ আফ্রিদি। আন্দোলনকারীদের বিরুদ্ধে বিভিন্ন কনটেন্ট তৈরির অভিযোগ আছে তার বিরুদ্ধে।

এদিকে যাত্রাবাড়ী থানায় আসাদ হত্যা মামলায় ১১ নম্বর আসামি তৌহিদ আফ্রিদি। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হলো। একই মামলায় তার বাবাকে গ্রেপ্তার দেখানো হয়। বর্তমানে মামলাটি তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ— সিআইডি।

রবিবার রাতে সিআইডির একাধিক সূত্র ঢাকাটাইমসকে জানিয়েছে, সাথী গ্রেপ্তারের পর তৌহিদ আফ্রিদি আত্মগোপনে ছিল। আজ রাতে তাকে বরিশাল থেকে গ্রেপ্তার করা হয়। তাকে রাতেই ঢাকা আনা হবে।

রাত ১১টার দিকে সিআইডি থেকে পাঠানো বার্তায় জানানো হয়, 'বৈষম্যবিরোধী আন্দোলনে যাত্রাবাড়ী থানায় দায়ের করা হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে

গ্রেপ্তার করেছে সিআইডি। আজ (২৪আগস্ট) বরিশাল থেকে সিআইডির এক বিশেষ আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ী থানায় দায়ের করা হত্যা মামলায় ১১ নম্বর আসামি তৌহিদ আফ্রিদি। এ মামলায় প্রধান আসামী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ২ নম্বর আসামী সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং ৩ নম্বরে পুলিশের সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন। একই মামলায় ২২ নম্বর আসামি তার বাবা মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে ডিবি গ্রেপ্তার করে। এ হত্যা মামলায় মোট ২৫ জন ছাড়াও অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে।'

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৫০০ উইকেটের মাইলফলক ছুঁয়ে বিশ্বরেকর্ড গড়লেন সাকিব
‘আমার স্ত্রী ছয় মাসের প্রেগন্যান্ট’, গ্রেপ্তারের পর পুলিশকে যে ভয়ের কথা বললেন তৌহিদ আফ্রিদি
হবিগঞ্জে অনুমতি ছাড়া দাঁড়ি রাখায় তিন কনস্টেবলকে শাস্তি
ট্রাক চালকের আসনের নিচে লুকানো ছিল ১৮ হাজার পিস ইয়াবা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা