দ্বিতীয় মোস্তাফিজ হওয়ার পথে বিস্ময়বালক দ্বীপ

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ আগস্ট ২০২৫, ১২:০৮| আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ১৬:৪৬
অ- অ+

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিশোর তানভীর হোসেন দ্বীপ ক্রিকেট অঙ্গনে নতুন আলোচনার নাম। মাত্র এক বছর আগে ক্রিকেট বলে হাতেখড়ি হলেও ইতোমধ্যেই নজর কেড়েছে জাতীয় পর্যায়ে। সবকিছু ঠিক থাকলে আগামী মাসের শুরুতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের ক্যাম্পে জায়গা করে নিচ্ছে এই বাঁহাতি পেসার।

দ্বীপ নর্থ বেঙ্গল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। বাবা একজন বাসচালক হলেও অসুস্থতার কারণে এখন উপার্জন অক্ষম। সামান্য জমিজমা বিক্রি করে চলে পরিবার। এর মাঝেই ক্রিকেট খেলা অনেকটা বিলাসিতার মতো হলেও দ্বীপ তার স্বপ্ন আঁকড়ে ধরেছে।

জাতীয় দলের তারকা পেসার মোস্তাফিজুর রহমানের মতো কাটার ও ইনসুইং আছে দ্বীপের বোলিংয়ে। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, সঠিক পরিচর্যা পেলে দেশের দ্বিতীয় মোস্তাফিজ হতে পারে সে।

চাঁপাইনবাবগঞ্জের কোচ আলমগীর কবিরের হাত ধরে দ্বীপ প্রথম আলোচনায় আসে। এরপর বিসিবির পাইলট প্রোগ্রামের অংশ হিসেবে রাজশাহীতে ইয়ং টাইগার চ্যালেঞ্জ ট্রফিতে অংশ নিয়ে মোহাম্মদ রফিক, মেহেরাব হোসেন অপি, জাভেদ ওমর বেলিম, হাসিবুল হোসেন শান্তদের নজর কাড়ে। বাঁহাতি প্রতিভাবান পেসার খুঁজছিলেন তারা, আর সেই জায়গায় সম্ভাবনা দেখিয়েছেন দ্বীপ।

জেলা কোচ আলমগীর কবির দ্বীপ সম্পর্কে বলেন, “বাংলাদেশের দ্বিতীয় মোস্তাফিজ হতে পারে দ্বীপ। তার বলে কাটার আছে, ইনসুইং আছে। তবে পুষ্টিকর খাবারের অভাব রয়েছে। নিয়মিত পরিচর্যা করলে সে বড় সম্পদ হতে পারে।”

দ্বীপ চাঁপাইনবাবগঞ্জ পাইওনিয়ার্স ক্রিকেট ক্লাবে নিয়মিত অনুশীলন করে। বাড়ি থেকে ২৫ কিলোমিটার দূরে হওয়ায় খালার বাসায় থেকে ক্রিকেটের স্বপ্ন বাঁচিয়ে রাখছে।

নিজের স্বপ্ন নিয়ে দ্বীপ বলেন, “প্রথমে আমার এলাকার এক বড় ভাইয়ের অনুপ্রেরণায় ক্রিকেট বলে অনুশীলন শুরু করি। বিভাগীয় ক্যাম্প থেকে বাদ পড়লেও হাল ছাড়িনি। রাজশাহীতে এক ম্যাচে ৭ ওভার বল করে ১ উইকেট পেয়েছিলাম। এখনো নিয়মিত অনুশীলন চালিয়ে যাচ্ছি। যদি সুযোগ পাই, ভালো কিছু করার চেষ্টা করবো।”

জাতীয় দলে শরীফুল ইসলাম ও নাহিদ রানার মতো চাঁপাইনবাবগঞ্জের দুই পেসার ইতোমধ্যেই জায়গা করে নিয়েছেন। এবার তাদের পথ ধরে আলো ছড়াতে প্রস্তুতি নিচ্ছে বিস্ময়বালক দ্বীপ। ক্রিকেট সংশ্লিষ্টদের আশা, সঠিক প্রশিক্ষণ ও পরিচর্যা পেলে একদিন জাতীয় দলের জার্সি গায়ে চাপাতে দেখা যাবে এই কিশোর প্রতিভাকে।

(ঢাকাটাইমস/২৪ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাইবান্ধা বিএনপির সহ-সভাপতি নাহিদুজ্জামান নিশাদকে বহিস্কার
বিএনপি নেতা ফজলুর রহমানকে শোকজ
ঢাকা রেঞ্জে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
নোয়াখালীতে স্বামী-স্ত্রীর ঝগড়া মেটাতে নিয়ে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা, আটক ২
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা