গাজার শিশুদের পক্ষে থাকতে মেলানিয়া ট্রাম্পকে এরদোয়ানের স্ত্রীর চিঠি

তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোয়ান যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে একটি চিঠি লিখেছেন। এতে তিনি আহ্বান জানিয়েছেন, ইউক্রেনের মতো গাজার শিশুদের প্রতিও মেলানিয়া যেন উদ্বেগ প্রকাশ করেন।
চিঠিতে এমিন এরদোয়ান উল্লেখ করেন, ইউক্রেনে নিহত ৬৪৮ শিশুর প্রতি মেলানিয়ার যে সংবেদনশীলতা ছিল, তা যেন গাজার ক্ষেত্রেও দেখা যায়। তার ভাষায়, গত দুই বছরে গাজায় প্রায় ১৮ হাজার শিশু ও মোট ৬২ হাজার নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন।
তিনি লিখেছেন, “একজন মা, একজন নারী ও একজন মানুষ হিসেবে আমি আপনার অনুভূতির সঙ্গে একমত। আমি আশা করি, আপনি গাজার শিশুদেরও অনুরূপ আশা দেখাবেন।”
তুর্কি ফার্স্ট লেডি অনুরোধ করেছেন, মেলানিয়া যেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে গাজার শিশুদের জন্য সহানুভূতির আহ্বান জানান।
এরদোয়ান দম্পতি দীর্ঘদিন ধরেই ফিলিস্তিন ইস্যুতে যুদ্ধবিরতির পক্ষে অবস্থান নিয়ে আসছেন। সম্প্রতি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান অভিযোগ করেছেন, ইসরায়েল গাজায় ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। তার ভাষায়, ফিলিস্তিনি অঞ্চল থেকে পাওয়া ছবি ‘নাৎসি শিবিরের চেয়েও ভয়াবহ’।
এদিকে জাতিসংঘ গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে গাজায় দুর্ভিক্ষ ঘোষণা করেছে। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এটিকে ‘নির্লজ্জ মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছেন।
(ঢাকাটাইমস/২৪ আগস্ট/আরজেড)

মন্তব্য করুন