জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক বাবুলের জামিন

পল্টন থানার একটি নাশকতার মামলায় আত্মসমর্পন করে কারাগারে যাওয়া জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের জামিন মঞ্জুর করেছেন আদালত। রবিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিমমিয়া এই আদেশ দেন।
শহিদুল ইসলাম বাবুলের আইনজীবী সাদেকুল ইসলাম ভুঁইয়া (জাদু) এতথ্য নিশ্চিত করেন।
এরআগে গত ৮ আগস্ট সকালে শহিদুল ইসলাম বাবুল তার আইনজীবীর মাধ্যমে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পন করে আপীলের শর্তে জামিনের আবেদন করলে ওইদিন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান তার জামিন না-মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন।
(ঢাকাটাইমস/২৪আগস্ট/জেবি)

মন্তব্য করুন