গাজায় ইসরায়েলি হামলায় ৫১ ফিলিস্তিনি নিহত, অনাহারে আরও মৃত্যু ৮

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় ২৪ ঘণ্টায় আরও ৫১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই দিনে ত্রাণ সহায়তার অপেক্ষায় থাকা অবস্থায় প্রাণ হারান ২৪ জন। এছাড়া অনাহার ও অপুষ্টিতে মারা গেছেন আরও ৮ জন। খবর আল জাজিরার।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, যুদ্ধ শুরুর পর থেকে খাদ্যাভাব ও অপুষ্টিজনিত কারণে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮৯ জনে। এর মধ্যে শিশু রয়েছে অন্তত ১১৫ জন।
ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে, গত ৬ আগস্ট থেকে গাজা শহরের জেতুন ও সাবরা মহল্লায় ইসরায়েলি অভিযানে এক হাজারেরও বেশি ভবন পুরোপুরি ধ্বংস হয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনো শত শত মানুষ চাপা পড়ে থাকার আশঙ্কা করছে সংস্থাটি।
টানা গোলাবর্ষণ এবং অবরুদ্ধ সড়কের কারণে উদ্ধারকাজ কার্যত অচল হয়ে পড়েছে। জরুরি কর্মীদের অভিযোগ, অসংখ্য মানুষ নিখোঁজ হলেও সীমিত সক্ষমতার কারণে তাদের উদ্ধার করা সম্ভব হচ্ছে না।
সিভিল ডিফেন্সের ভাষ্য, গাজার কোথাও এখন আর নিরাপদ আশ্রয় নেই। উত্তর থেকে দক্ষিণ—সবখানেই বেসামরিক জনগণকে লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। ঘরবাড়ি, আশ্রয়কেন্দ্র এমনকি ত্রাণ শিবিরে পর্যন্ত বোমাবর্ষণ চলছে।
শহরের আল-জালাআ সড়কের একটি অ্যাপার্টমেন্টে হামলায় নিহত হয়েছেন অন্তত তিনজন, তাদের মধ্যে এক শিশু রয়েছে বলে জানিয়েছে স্থানীয় জরুরি বিভাগ। একই সময়ে উত্তর দিকের জাবালিয়া শরণার্থী শিবিরের একাধিক ভবনও ধ্বংস করা হয়েছে।
অবিরাম বিস্ফোরণ ও ধ্বংসযজ্ঞের মধ্যে হাসপাতালগুলোতে তীব্র চাপ তৈরি হয়েছে। আহতদের সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। পর্যাপ্ত ওষুধ ও চিকিৎসা সামগ্রীর ঘাটতিও সংকটকে আরও জটিল করে তুলছে।
সিভিল ডিফেন্স সতর্ক করে বলেছে, ইসরায়েলের চলমান অভিযান ভয়াবহ মানবিক বিপর্যয় ডেকে আনছে। সীমিত সক্ষমতার কারণে উদ্ধারকর্মী ও স্বাস্থ্যকর্মীরা এ বিপর্যয় মোকাবিলায় কার্যত অক্ষম হয়ে পড়েছেন।
(ঢাকাটাইমস/২৫ আগস্ট/আরজেড)

মন্তব্য করুন