খুলনার ডুমুরিয়ায় ট্রাকের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত, আহত ২

খুলনার ডুমুরিয়া উপজেলায় সড়কে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের ২ জন নিহত হয়েছেন। সেই সঙ্গে আহত হয়েছেন ২ জন।
সোমবার (২৫ আগস্ট) সকাল ৮.৩৫ মিনিটে খুলনার ডুমুরিয়া উপজেলার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত ২ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতদের নাম-পরিচয় এখনও পাওয়া যায় নাই।
খবর পেয়ে ডুমুরিয়া ফায়ার স্টেশনের ১টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্যে জানা গেছে, একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ইজিবাইককে ধাক্কা দিলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ২ জন নিহত হন এবং গুরুতর আহত ২ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
(ঢাকাটাইমস/২৫ আগস্ট/আরজেড)

মন্তব্য করুন