সালমান খানের পারিশ্রমিক একলাফে কমলো ১০০ কোটি রুপি

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ আগস্ট ২০২৫, ১২:৪২
অ- অ+

বলিউডের সালমান খান আবারও ছোট পর্দায় ফিরছেন। সম্প্রতি শুরু হয়েছে জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস ১৯, যেখানে সালমান খানকে দেখা যাবে সঞ্চালক হিসেবে। তবে এবারের মৌসুমে তার পারিশ্রমিক আগের তুলনায় প্রায় ১০০ কোটি রুপি কম।

এবারের মৌসুমে সপ্তাহান্তে সালমান খানের পারিশ্রমিক ১০ কোটি রুপি, এবং তিনি শো সঞ্চালনা করবেন মাত্র ১৫ সপ্তাহ। এর ফলে তার মোট আয় দাঁড়াচ্ছে ১৫০ কোটি রুপি। উল্লেখযোগ্য, ‘বিগ বস ১৮-এর জন্য তিনি নিয়েছিলেন প্রায় ২৫০ কোটি রুপি, তার আগের মৌসুমে আয় ছিল প্রায় ২০০ কোটি রুপি।

তবে সালমান পুরো সময় শোতে থাকবেন না। প্রায় সাড়ে তিন মাস পর তিনি সঞ্চালনার দায়িত্ব ছেড়ে দেবেন অতিথি উপস্থাপকদের হাতে, যাদের মধ্যে ফারাহ খান ও করণ জোহরের নাম আলোচনায় আছে। দুজনই আগেও একাধিকবার সালমানের জায়গায় শো পরিচালনা করেছেন।

দর্শকরা এবারও পাবেন নতুন আকর্ষণ। ‘বিগ বস ১৯-এর থিম রাজনীতি ঘিরে, যেখানে দর্শকের মতামতই গেমের গতি নির্ধারণ করবে। এবারের আসরে থাকবেন ১৮ জন প্রতিযোগী, যাদের পরিচয় এখনও গোপন রাখা হয়েছে। শোটি প্রথমে জিহটস্টার-এ সম্প্রচারিত হবে, পরে কালার্স টিভি-তে প্রচারিত হবে।

প্রায় দুই দশক ধরে ভারতীয় টেলিভিশনের অন্যতম জনপ্রিয় এই অনুষ্ঠান এবারও দর্শকদের বিনোদনের নতুন মাত্রা যোগ করতে প্রস্তুত।

(ঢাকাটাইমস/২৫ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সংস্কৃতির মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সুদৃঢ় হচ্ছে: উপদেষ্টা রিজওয়ানা
৬ জেলায় নতুন ডিসি
রোহিঙ্গা সংকট সমাধানে ৭ দফা প্রস্তাব প্রধান উপদেষ্টার
গ্রেড-১ পদে পদোন্নতি পেলেন এসবি প্রধান গোলাম রসুল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা