উড়োজাহাজের টিকিটে ট্রাভেল এজেন্সির নাম ও মূল্য লেখার নির্দেশ

উড়োজাহাজের টিকিটে ট্রাভেল এজেন্সির নাম, লাইসেন্স নম্বর ও বিক্রয়মূল্য উল্লেখ বাধ্যতামূলক করেছে সরকার। টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, ভুয়া বুকিং ও সিন্ডিকেট রোধ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে বিশেষ করে মধ্যপ্রাচ্য ও মালয়েশিয়াগামী প্রবাসী শ্রমিকরা অভিযোগ করে আসছিলেন যে ট্রাভেল এজেন্সিগুলো প্রকৃত মূল্য গোপন করে অতিরিক্ত ভাড়া আদায় করছে।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরের ১১ ফেব্রুয়ারি টিকিট বিক্রির ক্ষেত্রে মূল্য নির্ধারণ ও প্রদর্শনের নির্দেশনা জারি করা হলেও অনেক এজেন্সি তা মানেনি। টিকিটের গায়ে বিক্রয়মূল্য উল্লেখ না করে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়ার কারণে ভ্রমণকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং আকাশপথে ভ্রমণের আস্থা কমছে।
জনস্বার্থে মন্ত্রণালয় চারটি নির্দেশনা জারি করেছে:
প্রতিটি টিকিটে এজেন্সির নাম, লাইসেন্স নম্বর ও বিক্রয়মূল্য স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
যাত্রীদের টিকিট কেনার সময় মূল্য ও এজেন্সির নাম যাচাই করতে হবে।
অনিবন্ধিত এজেন্সির কাছ থেকে টিকিট কেনা যাবে না।
কোনো এজেন্সি অতিরিক্ত মূল্য আদায় বা সিন্ডিকেট করে দাম বাড়ালে তাদের নিবন্ধন বাতিলসহ কঠোর শাস্তি দেওয়া হবে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মির্জা মুরাদ হাসান বেগ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে। বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের বিষয়টি তদারকি করার নির্দেশ দেওয়া হয়েছে।
যাত্রীদের সতর্ক করে বলা হয়েছে, টিকিট কেনার সময় অবশ্যই বিক্রয়মূল্য ও ট্রাভেল এজেন্সির নাম দেখে নিশ্চিত হতে হবে। প্রতারণা এড়াতে অনিবন্ধিত এজেন্সির কাছ থেকে টিকিট না কেনারও আহ্বান জানানো হয়েছে।
(ঢাকাটাইমস/২৫ আগস্ট/আরজেড)

মন্তব্য করুন