শিক্ষা মৌলিক অধিকার, উচ্চশিক্ষা নয়: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ আগস্ট ২০২৫, ২০:৫৫
অ- অ+

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, শিক্ষা মানুষের মৌলিক অধিকার হলেও উচ্চশিক্ষা এই অধিকারের অন্তর্ভুক্ত নয়, বরং এটি একটি সুযোগ।

সোমবার বিকালে মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন ও শিক্ষাকে অধিকতর জীবনমুখী করার উপায়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ভিসি বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয় এখন থেকে উচ্চশিক্ষাকে যুগোপযোগী ও কার্যকর করতে উদ্যোগ নিয়েছে। অধিভুক্ত কলেজগুলোতে বিদ্যমান সমস্যা চিহ্নিত করে তা সমাধানের লক্ষ্যে জেলা কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন সেল গঠন করা হয়েছে। মুন্সিগঞ্জ থেকে এ কার্যক্রম শুরু হলো।’

তিনি আরও বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি নিশ্চিত করা, শারীরিক-মানসিক সুস্থতায় সহায়তা করা এবং দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের শিক্ষা দেওয়া। পাশাপাশি শিক্ষকদের নিয়মিত পাঠদান, অবকাঠামোগত ঘাটতি ও মানবসম্পদ সংকট নিরসনে পদক্ষেপ নেওয়া হবে।’

প্রফেসর আমানুল্লাহ জানান, রিপোর্টে দেখা গেছে, পরীক্ষার আগে অনেক শিক্ষার্থী কোচিংয়ের ওপর নির্ভর করে, কারণ সংসারের ব্যস্ততায় তারা নিয়মিত ক্লাসে আসতে পারেন না। এজন্য একটি মনিটরিং সেল গঠন করা হলে শিক্ষার্থীদের অগ্রগতি ও উপস্থিতি কার্যকরভাবে নজরদারি করা সম্ভব হবে।

সিলেবাসে আধুনিক বিষয় সংযোজনের পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) যুক্ত করা গেলে শিল্পকারখানার সঙ্গে সংযোগ বাড়বে, সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত হবে এবং শিক্ষার্থীরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় সক্ষমতা অর্জন করবে।’

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান, মুন্সিগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুন নাহার, বিক্রমপুর আদর্শ কলেজের অধ্যক্ষ মো. ওয়াহিদুর রহমান খান, আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. আজিজুল ইসলাম এবং মুন্সিগঞ্জের পুলিশ সুপার শামসুল আলম সরকার।

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, জেলা প্রেসক্লাবের সভাপতি বাসির উদ্দিন ভূঁইয়া, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দপ্তরের পরিচালক মো. সাহাব উদ্দিন আহাম্মদসহ জেলার বিভিন্ন কলেজের শিক্ষক-শিক্ষার্থী প্রতিনিধি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি জানান, দেশের সব জেলায় পর্যায়ক্রমে ২০ সদস্যবিশিষ্ট জেলা কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন সেল গঠন করা হবে। প্রতিটি সেলের নেতৃত্ব দেবেন সংশ্লিষ্ট জেলার একজন খ্যাতিমান শিক্ষাবিদ।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিউইয়র্কে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে হেনস্তার চেষ্টা, প্রধান উপদেষ্টার প্রেস সচিবের নিন্দা
মুরাদনগরে দানিক সমবায় সমিতিকে ঘিরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
আমরা ক্যাম্পাসে সহনশীল রাজনীতি চেয়েছি: আবিদ
হাইকোর্টে ২৫ বিচারক নিয়োগ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা