আমরা ক্যাম্পাসে সহনশীল রাজনীতি চেয়েছি: আবিদ

ঢাবি প্রতিনিধি
  প্রকাশিত : ২৫ আগস্ট ২০২৫, ২৩:১০
অ- অ+

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেছেন, আমরা ৫ আগস্ট পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে একটা সহনশীল রাজনীতির চর্চা চেয়েছি। কিন্তু আমাদের বিরুদ্ধে বারবার ষড়যন্ত্র করা হচ্ছে।

সোমবার বিকালে মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডাকসুর সার্বিক পরিস্থিতিতে নিয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

এ সময় ছাত্রদলের প্যানেলের জিএস প্রার্থী তানভীর বারী হামিম, এজিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদসহ অন্যান্য সম্পাদক প্রার্থীরা উপস্থিত ছিলেন।

আবিদ বলেন, আমরা আশংকা করছি গুপ্ত সংগঠন বা অন্যান্য সংগঠন আমাদের প্রার্থীদের রাজনৈতিকভকবে মোকাবেলা করতে না পেরে মিথ্যা প্রোপাগাণ্ডা চালাবে। তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনলাইন গ্রুপে প্রতিনিয়ত প্রোপাগাণ্ডা চালিয়ে যাচ্ছে। এজন্য, এসব গ্রুপ নিয়ন্ত্রণে প্রশাসনের কাছে দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, আমার একটা ফেসবুকে পোস্টে জামায়াতকর্মীরা কুরুচিপূর্ণ মন্তব্য করছে। তারা আমাদের নারী সহযোদ্ধাদের "রাতের রাণী" বলে মন্তব্য করেছে। আমরা তাদের এরকম বিকৃত মানসিকতার নিন্দা জানাই। আমরা বেঁচে থাকতে আমাদের কোন বোনকে কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে হেয় করতে পারবে না।

তিনি উমামা ফাতেমার আচরণবিধি ভঙ্গের বিষয়ে বলেন, উমামা রোকেয়া হলে প্রবেশের ফলে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও নির্বাচন কেন্দ্রীক মেয়েদের প্রবেশ শিথিল করা হয়েছে। কিন্তু সেটি শুরু হবে আগামীকাল থেকে। উমামা ফাতেমাও যদিও ক্ষমা চেয়েছেন, কিন্তু আইন অমান্য করে ক্ষমা চাইলেই তো হয় না। এটিকে স্বাভাবিক করা হয়। আশা করি নির্বাচন কমিশন এটি নিয়ে কার্যকর পদক্ষেপ নিবে।

স্যার এ এফ রহমান হলের প্রভোস্ট কাজী মাহফুজুল হক সুপান শিবির ও বাগছাসকে সরাসরি পেট্রোনাইজ করেছেন বলে অভিযোগ তোলেন আবিদ। এছাড়াও, তার বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানান তিনি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর
এবার হাসনাতের অতীত টেনে রুমিন ফারহানার পাল্টা জবাব, বললেন...
নিউইয়র্কে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে হেনস্তার চেষ্টা, প্রধান উপদেষ্টার প্রেস সচিবের নিন্দা
মুরাদনগরে দানিক সমবায় সমিতিকে ঘিরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা