গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় আরও ৮৬ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ আগস্ট ২০২৫, ১০:০২| আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ১১:৫০
অ- অ+

ফিলিস্তিনের গাজায় রক্তক্ষয়ী সংঘাত থামছে না। ইসরায়েলি বাহিনীর বিমান হামলা ও গোলাবর্ষণে প্রতিদিনই বাড়ছে হতাহতের সংখ্যা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের টানা বিমান ও গোলাবর্ষণে গত ২৪ ঘণ্টায় অন্তত ৮৬ জন নিহত এবং ৪৯২ জন আহত হয়েছেন। এর মধ্য দিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান আগ্রাসনে গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ হাজার ৭৪৪ জনে। আহত হয়েছেন আরও ১ লাখ ৫৮ হাজার ২৫৯ জন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, নিহতদের মধ্যে ৫৮ জন ইসরায়েলি বাহিনীর গোলায় প্রাণ হারান এবং ২৮ জন খাদ্য সংগ্রহের সময় নিহত হন। মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, সোমবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন হাসপাতালগুলোতে মরদেহ আনা হয়। তবে ধ্বংসস্তূপে আটকে পড়া অনেকে এখনও উদ্ধার না হওয়ায় প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক আক্রমণের পর গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি সেনারা (আইডিএফ)। সেই থেকে ধারাবাহিক অভিযানে হাজার হাজার বেসামরিক মানুষ নিহত হয়েছেন। বিশেষ করে গত ১৮ মার্চ যুদ্ধবিরতি ভাঙার পর থেকে এককালে প্রতিদিনই শতাধিক প্রাণহানি ঘটছে। ওই সময় থেকে এ পর্যন্ত নিহত হয়েছেন প্রায় ১০ হাজার ৯০০ জন এবং আহত হয়েছেন ৪৬ হাজারের বেশি ফিলিস্তিনি।

এ ছাড়া গত মে মাসের শেষ দিক থেকে খাদ্য ও ত্রাণ সংগ্রহ করতে যাওয়া বেসামরিক ফিলিস্তিনিদের ওপর হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২৭ মে থেকে এ পর্যন্ত ২ হাজার ১২৩ জন নিহত হয়েছেন কেবল ত্রাণ সংগ্রহের সময়। আহত হয়েছেন অন্তত ১৫ হাজার ৬১৫ জন।

উল্লেখ্য, গাজা উপত্যকার খান ইউনিসে নাসের হাসপাতালের কাছে দখলদার ইসরায়েলের দ্বৈত বিমান হামলায় গতকাল (২৫ আগস্ট) অন্তত ২০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন পাঁচজন আন্তর্জাতিক গণমাধ্যমকর্মী।

জাতিসংঘের বিভিন্ন সংস্থা বলছে, চলমান সংঘাত শুধু প্রাণহানি নয়, ভয়াবহ মানবিক সংকটও তৈরি করেছে। খাদ্য, ওষুধ ও জরুরি সহায়তার প্রবল ঘাটতির কারণে গাজার পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে।

(ঢাকাটাইমস/২৬ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান হতে ৩০ কোটি টাকা ঘুষ লেনদেন করেন ডা. আরিফ?
রাউজানে অভিযানে বিদেশি পিস্তল উদ্ধার
দোহারে কোস্ট গার্ডের অভিযানে ৪১৩ কোটি টাকার অবৈধ জাল জব্দ
রাজশাহীতে সেনাবাহিনীর টহল ভ্যানে ট্রাকের ধাক্কায় ৮ সেনাসদস্য আহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা