মেটার এআই চশমা দৃষ্টি প্রতিবন্ধীদের জীবন বদলে দিচ্ছে

যুক্তরাজ্যের ৫৭ বছর বয়সী অ্যান্ডি এভান্স এক বছর আগে দৃষ্টিশক্তি হারানোর পর বেকার হয়ে পড়েছিলেন। কিন্তু মেটার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর রে-ব্যান চশমা ব্যবহারের পর তিনি আবার স্বনির্ভর হয়ে উঠেছেন।
এআই চশমার ফ্রেমে ক্যামেরা এবং ছোট স্পিকার থাকায় ব্যবহারকারী কণ্ঠস্বরের মাধ্যমে আশেপাশের পরিবেশ সম্পর্কে জানতে পারেন। এভান্স বলেন, “চশমাটি আমাকে আশপাশের বাধা ও পরিবেশ সম্পর্কে জানায়, যা জীবন বদলে দেওয়ার মত প্রযুক্তি।” তিনি অভিনেত্রী ডেম জুডি ডেঞ্চের কণ্ঠস্বর বেছে নিয়েছেন, যা তাকে মজা করে ‘জেমস বন্ড’ বলে ডাকে।
বর্তমানে এভান্স ‘সাইট সাপোর্ট ওয়েস্ট অফ ইংল্যান্ড’ চ্যারিটি সংস্থায় দৃষ্টি প্রতিবন্ধী মানুষদের সহায়তা করছেন।
ফেইসবুক ও ইনস্টাগ্রামের মূল কোম্পানি মেটার হাত ধরে বাজারে আসা এ রে-ব্যান চশমাটি কণ্ঠস্বরের মাধ্যমে চালানো যায়। একইসঙ্গে এতে থাকা এআইয়ের সঙ্গে কথা বলে চশমাটি দিয়ে ব্যবহারকারী বিভিন্ন কাজ করাতে পারেন।
এ এআই চশমার সঙ্গে কথা বলার জন্য কিছু বিখ্যাত ব্যক্তির কণ্ঠস্বর বেছে নেওয়ার সুযোগ রয়েছে যুক্তরাজ্যের ব্যবহারকারীদের।
এভান্স বলেছেন, চশমাটির সঙ্গে কথা বলার জন্য অভিনেত্রী ডেম জুডি ডেঞ্চের কণ্ঠস্বর বেছে দিয়েছেন তিনি। এ এআই কণ্ঠস্বরটি তাকে মজা করে জেমস বন্ড ও ০০৭ বলে ডাকে।
বর্তমানে আবার কাজ শুরু করেছেন এভান্স। এখন তিনি ‘সাইট সাপোর্ট ওয়েস্ট অফ ইংল্যান্ড’ নামের এক চ্যারিটি সংগঠনে দৃষ্টিশক্তি হারানো মানুষদের সাহায্য করছেন, যেখানে তাদের নতুন জীবনের সঙ্গে মানিয়ে নিতে সাহায্যের কাজটি করছেন এভান্স।
তিনি বলেছেন, “আমি আসলেই অনেক কাজ করতে পারছিলাম না, একদম আটকা পড়ে গিয়েছিলাম।
“এখন আমি যেটুকু করতে পারি তা হচ্ছে, চশমাকে কেবল বলতে পারি আমার আশপাশে কী হচ্ছে তা দেখে আমাকে বলো, যা জীবন বদলে দেওয়ার মতোই প্রযুক্তি।”
যুক্তরাজ্যের ‘রয়াল ন্যাশনাল ইনস্টিটিউট অফ ব্লাইন্ড পিপল’-এর অন্তর্ভুক্তিমূলক ডিজাইনের প্রধান রোবিন স্পিঙ্কস বলেছেন, এসব চশমা এমন প্রযুক্তির উদাহরণ, যা আংশিক ও পুরো দৃষ্টি হারানো মানুষের জীবনে ‘বাস্তব ও স্পষ্ট প্রভাব’ ফেলছে।
স্পিঙ্কস নিজেও দৃষ্টি প্রতিবন্ধী। তিনি বলেছেন, “আমি এই চশমা রোজ ব্যবহার করি। এর মাধ্যমে আমার ঘরের বর্ণনা, সমুদ্র তীরের দৃশ্য, এমনকি চিড়িয়াখানার প্রাণীদের সম্পর্কেও জানতে পারি আমি, যা আমার জন্য অনেক বড় পরিবর্তন নিয়ে এসেছে।”
এআই এবং স্মার্ট চশমার বাজার এখনও নতুন পর্যায়ে থাকলেও এর সম্ভাবনা খুবই বড় বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
(ঢাকাটাইমস/২৬ আগস্ট/আরজেড)

মন্তব্য করুন