রাউজানে অভিযানে বিদেশি পিস্তল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ আগস্ট ২০২৫, ১১:৪৩
অ- অ+

চট্টগ্রামের রাউজান উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, রবিবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে একটি দল জিয়াবাজার এলাকায় অভিযান চালায়। এ সময় স্থানীয় করিমুল হুদার কুলিং কর্নার দোকানের ভেতরে অবস্থান করছিলেন করিমুলের ছেলে মো. আল আমিন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি দোকানের পেছনের দরজা দিয়ে পালিয়ে যান। তার দখলে থাকা বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও চার রাউন্ড গুলি দোকানের ভেতর পড়ে থাকে।

রাউজান থানার উপপরিদর্শক (এসআই) সাদ্দাম হোছাইন বলেন, 'অভিযানে উদ্ধার করা অস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।'

চট্টগ্রামের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বলেন, 'সন্ত্রাস ও অপরাধ দমনে আমাদের অভিযান চলমান থাকবে। যে কোনো ধরনের অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশ বদ্ধপরিকর।'

(ঢাকাটাইমস/২৬ আগস্ট/এসএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পরিবর্তন হচ্ছে বাংলাদেশ জেলের নাম জানালেন কারা মহাপরিদর্শক
ডাকসুর আনুষ্ঠানিক প্রচার কার্যক্রম উদ্বোধন, প্রশাসনের সতর্কতা
শাহজালালে নারী যাত্রীর লাগেজে ১৩০ কোটি টাকার কোকেন
প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান হতে ৩০ কোটি টাকা ঘুষ লেনদেন করেন ডা. আরিফ?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা