ডাকসুর আনুষ্ঠানিক প্রচার কার্যক্রম উদ্বোধন, প্রশাসনের সতর্কতা

আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে শুরু হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রচার কার্যক্রম।
নির্বাচনের তফসিল অনুসারে আজ (২৬ আগস্ট) থেকে প্রার্থীরা প্রচার প্রচারণা করতে পারবেন। তবে বেলা এগারোটায় ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ডাকসুর সকল প্রার্থীকে আমন্ত্রণ জানিয়ে নির্বাচনী আচরণবিধি স্মরণ করিয়ে দেয়া হয়।
সভায় ডাকসু নির্বাচনের নির্বাচন কমিশনের রিটার্নিং অফিসার কাজী মারুফুল হক বলেন, “একটি জরুরি বিষয় আপনাদেরকে জানানোর জন্য আজকে এখানে আসা। এটি হলো ডাকসুর ব্যাপারে কিছু সতর্কতা জানাতে আসছি।”
তিনি বলেন, “ডাকসু আমাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি। আমাদের মূল কাজ পড়াশোনা। ডাকসুর প্রচার প্রচারণা করার ক্ষেত্রে পাঠ কার্যক্রম, গবেষণা, সেমিনার যেন কোনোভাবেই ব্যাহত না হয়। এটা খুবই স্ট্রিক্টলি দেখা হবে।”
নির্বাচনী আচরণবিধি প্রসঙ্গে তিনি আরও বলেন, “জুলাই আন্দোলন হয়েছে বলেই আজ আমরা এখানে এই উদ্দেশ্যে সমবেত হতে পারছি। কোনোভাবেই জুলাই নিয়ে কোনো রকম কটাক্ষ করে অসম্মান করে কোনো প্রচারণা চালানো যাবে না।”
তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধ, সার্বভৌমত্ব, আমাদের দেশের স্বার্থ সবার আগে। কোনো প্রার্থী মুক্তিযুদ্ধকে অসম্মান করে কোনো প্রচার চালালে ব্যবস্থা নেওয়া হবে। এটা নন-নেগোসিয়েবল। এটার জন্য বিধিবদ্ধ শাস্তি প্রয়োগ হবে।”
এছাড়াও তিনি সতর্ক করে বলেন, “ডাকসুর প্রচার প্রচারণা চালানোর সময় হল রিটার্নিং অফিসাররা আপনাদের শিক্ষক। এ ধরনের বেয়াদবি বরদাস্ত করা হবে না, এমনকি বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা পর্যন্ত ব্যবস্থা নেওয়া হবে।”
সবশেষে তিনি বলেন, “অনলাইনে কারো প্রতি কোনো হেট স্পিচ বা অসম্মান বরদাস্ত করা হবে না।”
(ঢাকাটাইমস/২৬ আগস্ট/এএইচ)

মন্তব্য করুন