কমলাপুর রেলস্টেশনে প্রাক্তন প্রেমিকাকে কুপিয়ে হত্যা, আটক প্রেমিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ আগস্ট ২০২৫, ১৪:৪৪| আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ১৫:২৫
অ- অ+

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে শ্যামলী (৩০) নামের এক নারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত প্রেমিককে ঘটনাস্থল থেকে আটক করেছে রেলওয়ে পুলিশ।

রেলওয়ে পুলিশ বলছে, কথা কাটাকাটির জেরে প্রাক্তন প্রেমিক সুজন প্রেমিকা শ্যামলীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। তাদের প্রেমের সম্পর্কের অবনতির কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) ঢাকা রেলওয়ে পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, সোমবার (২৫ আগস্ট) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় পুলিশ ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রাত ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, কথা কাটাকাটির জেরে প্রাক্তন প্রেমিক সুজন ফুসলিয়ে শ্যামলীকে রেল স্টেশনে নিয়ে আসে। তারপর তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। ঘটনাস্থল থেকে অভিযুক্ত প্রেমিক ‍সুজনকে আটক করা হয়।

সূত্র বলছে, নিহত নারী শ্যামলীর বাড়ি নাটোর জেলায়। আটক সুজনের বাড়ি পাবনা জেলায়। তারা প্রেমের সম্পর্কের সঙ্গে যুক্ত ছিলেন এবং শ্যামলী আজিমপুর এলাকায় বসবাস করতেন। তাদের প্রেমের সম্পর্কের অবনতির কারণে রেলস্টেশনের ভেতরে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপপরিদর্শক (এসআই) আবু হানিফ গণমাধ্যমকে জানান, রাত ১১টার দিকে তারা খবর পান রেলস্টেশনের ৭ নম্বর প্ল্যাটফর্মের কাছে এক যুবক ধারালো অস্ত্র দিয়ে এক নারীকে কুপিয়ে আহত করেছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক পরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মুখমণ্ডল ও গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

(ঢাকাটাইমস/২৬আগস্ট/এসএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বুয়েট শিক্ষার্থীদের ৩ দফা দাবিতে শাহবাগ ব্লকেড
গোয়ালন্দে র‌্যাবের অভিযানে ওয়ান শুটার গান ও গুলি উদ্ধার
ঢাবিকে পলিটিক্যাল ইনস্টিটিউট থেকে একটা একাডেমিক ইনস্টিটিউটে রূপান্তর করতে চাই: সাদিক
লাইভে কান্নায় ভেঙে পড়লেন ইনফ্লুয়েন্সার বর্ষা চৌধুরী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা