বুয়েট শিক্ষার্থীদের ৩ দফা দাবিতে শাহবাগ ব্লকেড

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ আগস্ট ২০২৫, ১৫:৫৫| আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ১৭:৩৭
অ- অ+

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থীরা তিন দফা দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন। তাদের এই কর্মসূচিতে অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও যোগ দিয়েছেন। এতে রাজধানীর অন্যতম ব্যস্ত এই এলাকায় যান চলাচলে অচলাবস্থা সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করেন। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানায় আন্দোলনকারীরা।

এর আগে এক বিজ্ঞপ্তিতে তারা জানায়, সোমবার (২৫ আগস্ট) নেসকো কার্যালয়ে বুয়েটের ইইই বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থী প্রকৌশলী রোকনুজ্জামান রোকনকে ডেকে নিয়ে গলা কেটে হত্যার হুমকি দেওয়া হয়। এ ঘটনার প্রতিবাদে দেশব্যাপী ‌‘ব্লকেড অব ইঞ্জিনিয়ার্স’ কর্মসূচি ঘোষণা করে।

বুয়েটের শিক্ষার্থী আবিদ বলেন, “আমাদের সিনিয়র ভাইকে জীবননাশের হুমকি ও জিম্মি করে অপমান করার প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি। দোষীদের শাস্তির আওতায় আনা না হলে এ আন্দোলন চলবে।”

বুয়েট শিক্ষার্থীদের ৩ দাবি হলো

১. ৯ম গ্রেডে ৩৩ শতাংশ কোটা রয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের জন্য। সেই কোটা বাতিল করে মেধার ভিত্তিতে এ পদে নিয়োগ দিতে হবে।

২.১০ম গ্রেডে ১০০ শতাংশ কোটা রয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার জন্য, তা বাতিল করে সকলের জন্য উন্মুক্ত করতে হবে।

৩. বিএসসি ডিগ্রি ছাড়া ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করা যাবে না। যদি এই পদবি ব্যবহার করে তাহলে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

(ঢাকাটাইমস/২৬ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশে বৈধ সিসা বার নেই, রেস্তোরাঁর আড়ালে অসাধু ব্যবসায়ীরা এসব পরিচালনা করছে
ডেঙ্গু নিয়ে সচেতনতা বাড়াতে এগিয়ে এলো ‘স্বপ্ন’
ডাকসু নির্বাচন: প্রচারণার প্রথম দিনেই চারুকলায় শিবিরের ফেস্টুন ফেলে দিল দুর্বৃত্তরা
গোয়ালন্দে র‌্যাবের অভিযানে ওয়ান শুটার গান ও গুলি উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা