গোয়ালন্দে র্যাবের অভিযানে ওয়ান শুটার গান ও গুলি উদ্ধার

রাজবাড়ীর গোয়ালন্দে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) অভিযানে দেশীয় তৈরি একটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার ভোর রাত সাড়ে তিনটার দিকে র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উত্তর কাউলজানি এলাকায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করে।
এদিন দুপুরে র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার তারিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
র্যাব জানায়, গোয়ালন্দ উপজেলার উত্তর কাউলজানি এলাকায় মো. শহিদ শেখ (৫৮) এর বসতঘরের সামনে খড়কুটোর স্তূপে তল্লাশি চালিয়ে অস্ত্র ও গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত তাৎক্ষণিকভাবে জব্দ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গোয়ালন্দ থানায় হস্তান্তর করা হয়েছে।
(ঢাকাটাইমস/২৬আগস্ট/এলএম)

মন্তব্য করুন