শুরু হলো নির্বাচনী প্রচারণা, বন্ধ থাকবে ঢাবি মেট্রো

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ আগস্ট ২০২৫, ১৪:৫৮| আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ১৫:৪৮
অ- অ+

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশন ভোট গ্রহণের আগের দিন (৮ সেপ্টেম্বর) ও ভোট গ্রহণের দিন (৯ সেপ্টেম্বর) ঢাবি মেট্রো স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রিটার্নিং কর্মকর্তাদের এক সভায় এ সিদ্ধান্ত হয়। প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন এ বিষয়টি নিশ্চিত করেন।

পুরো ক্যাম্পাসকে বহিরাগত মুক্ত করার জন্য ভোট গ্রহণের এক সপ্তাহ আগে থেকেই যেকোনো বহিরাগতের হলে অবস্থানে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

ভোটের দিন শুধু বৈধ ভোটার ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে। ওইদিন নির্দিষ্ট কার্ডধারী ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না বলেও জানানো হয়।

দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত হতে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এখন বিরাজ করছে টানটান উত্তেজনা ও উৎসবের আমেজ।

ইতোমধ্যেই ইসলামী ছাত্রশিবির, ছাত্রদল, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সমর্থিত প্যানেলের প্রার্থীদেরকে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় লিফলেট এবং সংবাদ সম্মেলন করতে দেখা গেছে।

তাছাড়া কেন্দ্রীয় সংসদের বাইরে হল সংসদগুলোর প্রার্থীদেরকে ভোটার শিক্ষার্থীদের নিকট সরাসরি দোয়া ও ভোটের মাধ্যমে সমর্থন চাইতে দেখা গেছে।

(ঢাকাটাইমস/২৬আগস্ট/এএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বুয়েট শিক্ষার্থীদের ৩ দফা দাবিতে শাহবাগ ব্লকেড
গোয়ালন্দে র‌্যাবের অভিযানে ওয়ান শুটার গান ও গুলি উদ্ধার
ঢাবিকে পলিটিক্যাল ইনস্টিটিউট থেকে একটা একাডেমিক ইনস্টিটিউটে রূপান্তর করতে চাই: সাদিক
লাইভে কান্নায় ভেঙে পড়লেন ইনফ্লুয়েন্সার বর্ষা চৌধুরী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা