কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাদক সরবরাহ, র‍‍্যাব-৪’র অভিযানে গাঁজাসহ দুইজন আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ আগস্ট ২০২৫, ১৪:০১| আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ১৫:০৩
অ- অ+

রাজধানী ও আশপাশের এলাকায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাদক সরবরাহ করছিল একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র‌্যাব-৪ এর একটি দল ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

র‌্যাব সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. রাজিব শেখ ও মো. হাসান। তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকায় সরবরাহ করতেন।

গত ২৫ আগস্ট দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে সিপিসি-২, সাভার র‌্যাবের একটি দল প্রথমে সাভার থানার জননী এক্সপ্রেস পার্সেল সার্ভিসে অভিযান চালায়। সেখান থেকে ৫ কেজি গাঁজার একটি পার্সেলসহ রাজিব শেখকে গ্রেপ্তার করা হয়।

পরে রাজিবের দেওয়া তথ্য অনুযায়ী পল্টন থানাধীন মুন্সি এক্সপ্রেস পার্সেল সার্ভিসে অভিযান চালিয়ে আরও ৫ কেজি গাঁজাসহ হাসানকে গ্রেপ্তার করে র‌্যাব। তার দেওয়া তথ্যমতে পুরানা পল্টনে বাংলাদেশ পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসে অভিযান চালিয়ে আরও প্রায় পাঁচ কেজি গাঁজার একটি পার্সেল উদ্ধার করা হয়।

র‌্যাব বলছে, গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি কুরিয়ার সার্ভিসকে ঢাল হিসেবে ব্যবহার করে মাদক পরিবহন করছিল। তাদের লক্ষ্য ছিল ঢাকা ও আশপাশের এলাকায় ডিলার এবং খুচরা বিক্রেতাদের কাছে এসব গাঁজা পৌঁছে দেওয়া।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা গাঁজার এ ব্যবসার সঙ্গে বেশ কিছুদিন ধরে যুক্ত থাকার কথা স্বীকার করেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৬আগস্ট/এসএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বুয়েট শিক্ষার্থীদের ৩ দফা দাবিতে শাহবাগ ব্লকেড
গোয়ালন্দে র‌্যাবের অভিযানে ওয়ান শুটার গান ও গুলি উদ্ধার
ঢাবিকে পলিটিক্যাল ইনস্টিটিউট থেকে একটা একাডেমিক ইনস্টিটিউটে রূপান্তর করতে চাই: সাদিক
লাইভে কান্নায় ভেঙে পড়লেন ইনফ্লুয়েন্সার বর্ষা চৌধুরী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা