পুরনো ভিডিও নিয়ে কটাক্ষ, সাহসী জবাবে প্রশংসিত প্রভা

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ আগস্ট ২০২৫, ১৪:৪৮
অ- অ+

জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বাজে মন্তব্যের শিকার হলেও, এবার তিনি নীরব না থেকে দিয়েছেন কঠিন জবাব।

সম্প্রতি হিজাব পরা একটি ছবি ফেসবুকে পোস্ট করার পর মহিউদ্দিন আল কাদেরী নামে একটি অ্যাকাউন্ট থেকে প্রভার অতীতের ব্যক্তিগত ভিডিওর প্রসঙ্গ টেনে কটাক্ষ করা হয়। সাধারণত সমালোচনার জবাব না দিলেও, এই মন্তব্যের প্রতিক্রিয়ায় প্রভা দৃঢ় অবস্থান নেন। তিনি লেখেন

হালালভাবে জন্ম নিয়েও আপনি কুলাঙ্গার! কারণ আপনি একজন নিপীড়নের শিকার নারীকে উপহাস করছেন। যাকে বিশ্বাস করেছিলাম সেও আপনার মতো আরেকজন।

তার এই প্রতিবাদী মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। অনেকেই প্রভার সাহসী জবাবকে প্রশংসা করেছেন।

শুধু তাই নয়, ২৫ আগস্ট নারীদের নিয়ে দেওয়া আরেকটি স্ট্যাটাসে প্রভা লিখেছেন

তারা এমন সংগ্রামের মুখোমুখি হয় যা কেউ দেখে না। তারা নীরবে বোঝা বহন করে, প্রায়শই অন্যের সুখকে নিজের সুখের আগে রাখে। তারা প্রতিদিন ঘুম থেকে ওঠে, ক্লান্ত বা ভেঙে পড়ে, তবুও হাসিমুখে হাজির হয়।

এদিকে সাম্প্রতিক সময়ে অভিনয়ে অনেকটাই কম দেখা যাচ্ছে প্রভাকে। এ বিষয়ে তিনি জানান, এখন আর আগের মতো গৎবাঁধা কাজ করছেন না। গল্প ও চরিত্রে গভীরতা পেলেই অভিনয়ে রাজি হচ্ছেন। তার ভাষায়,সংখ্যা না বাড়িয়ে মানে নজর দিচ্ছি। একসময় তো প্রচুর কাজ করেছি, তাই এখন হিসেব করে পা ফেলতে চাই। দর্শকদের মনে গেঁথে রাখার মতো কিছু চরিত্র উপহার দিতে চাই, যেগুলো আমি না থাকলেও পরবর্তী প্রজন্মের কাছে বেঁচে থাকবে।

সমালোচনার মুখে ভেঙে না পড়ে সাহসের সঙ্গে প্রতিবাদ জানানোর মধ্য দিয়ে আবারও শক্ত নারীর পরিচয় দিলেন প্রভা।

(ঢাকাটাইমস/২৬ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিলেটের সাদা পাথর লুটের ঘটনায় সিআইডির অনুসন্ধান শুরু
ডাকসুর চূড়ান্ত তালিকা প্রকাশ: প্রতিদ্বন্দ্বিতায় সর্বমোট ৪৭১ জন প্রার্থী
‘রুমিন ফারহানা আপাকে সাইবার বুলিং করা হচ্ছে’
পিআর পদ্ধতি জনগণের কাছে অগ্রহণযোগ্য, নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহত হবে: আমিনুল হক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা