সুষ্ঠু নির্বাচন পিআর পদ্ধতি ছাড়া সম্ভব নয়: চরমোনাই পীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ আগস্ট ২০২৫, ১৭:৫৫
অ- অ+

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, সুষ্ঠু নির্বাচন চায় দেশের জনগণ। নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট বক্তব্য দিচ্ছে, সুতরাং পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। দেশের মানুষকে আর ধোঁকা দিয়ে বোকা বানানো যাবে না।

তিনি আরও বলেন, ‘বিগত দিনে যারা দেশ চালিয়েছে, তাদের শাসন আমরা দেখেছি। সামনে কী হবে, তা আমরা অনুমান করতে পারছি। আমরা আমাদের সন্তানের লাশ দেখতে চাই না। চাঁদার জন্য পাথর মেরে মানুষ হত্যা করে লাশের ওপর নৃত্য করতে দেখেছি। নির্বাচন কমিশনে গিয়ে মারামারিও দেখেছি। এসব আর হতে দেওয়া যায় না।’

সোমবার (২৫ আগস্ট) বিকালে কুমিল্লার হোমনার দড়িচর মাঠে আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশটির আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

সভায় সভাপতিত্ব করেন আয়োজক কমিটির সভাপতি মাওলানা তফাজ্জল হুসাইন এবং সঞ্চালনায় ছিলেন মুহাম্মদ ইউসুফ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, কুমিল্লা পশ্চিম জেলা শাখার সভাপতি মাওলানা তাজুল ইসলাম, এবং বাংলাদেশ মুজাহিদ কমিটি কুমিল্লা পশ্চিম জেলার ছদর মাওলানা বশির আহমদ।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর নেতারাও উপস্থিত ছিলেন। কুমিল্লা-২ আসনের জামায়াত-সমর্থিত সংসদ সদস্য প্রার্থী নাজিম উদ্দিন মোল্লা, হোমনা উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাইদুল হক, এবং হেফাজতে ইসলামের হোমনা উপজেলা শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা মো. ইব্রাহিম বক্তব্যে অংশ নেন।

এছাড়াও বক্তৃতা করেন পৌর শাখার সভাপতি রহমত উল্লাহ আশেকী, ঘাগুটিয়া ইউনিয়নের উপদেষ্টা মাওলানা আহমদ উল্লাহ, সভাপতি মাওলানা শাহ আলম এবং তিতাস উপজেলা জাতীয় নাগরিক পার্টির সভাপতি সাইদ আহমেদ সরকার।

সমাবেশের শেষে কুমিল্লা-১ ও কুমিল্লা-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। প্রার্থীরা হলেন—ইঞ্জিনিয়ার আশরাফুল আলম (কুমিল্লা-১) এবং মুফতি তাইজুল ইসলাম (কুমিল্লা-২)।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৬৮তম সভা অনুষ্ঠিত
কুষ্টিয়ায় মেঘনা ব্যাংকের নতুন এজেন্ট আউটলেটের যাত্রা শুরু
ফেব্রুয়ারিতেই নির্বাচনের জন্য প্রস্তুত এনসিপি, যদি...
পিআর পদ্ধতিতে নির্বাচনের কোন বিকল্প নেই: বিচারপতি আব্দুর রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা