‘রুমিন ফারহানা আপাকে সাইবার বুলিং করা হচ্ছে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ আগস্ট ২০২৫, ১৯:২৫
অ- অ+

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, রুমিন ফারহানাকে সাইবার বুলিং করা হচ্ছে। সবাইকে এই চর্চা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে মায়ের ডাক-এর উদ্যোগে আয়োজিত গুমের স্মৃতির আলোকচিত্রমালা শীর্ষক প্রদর্শনী পরিদর্শনের পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

হাসনাত বলেন, আমি দেখতে পাচ্ছি দীর্ঘদিন রাজপথে লড়াই করা আমাদের রুমিন আপাকে সাইবার বুলিং করা হচ্ছে। বিভিন্নভাবে ওনাকে নিয়ে বাজে কমেন্ট করা হচ্ছে। আমি আহ্বান জানাবো এ ধরনের চর্চা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কোনো রাজনৈতিক মতপার্থক্যের কারণে ব্যক্তিগত আক্রমণ করা, নারীকে নিয়ে কোনো বাজে মন্তব্য করা, শুধু মতপার্থক্যের কারণে সিলেক্টিভভাবে কাউকে আক্রমণ করা থেকে বেরিয়ে আসতে হবে।

তিনি আরো বলেন, আমাদের মতপার্থক্য থাকবে, ভিন্ন মত থাকবে এবং সেগুলো গণতান্ত্রিক প্রক্রিয়ায় হবে। এবং আমরা ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলো ছোট ছোট পার্থক্য ভুলে গিয়ে একটা বেটার বাংলাদেশ গড়ে তুলবো।

সদিচ্ছা থাকলে ফেব্রুয়ারির মধ্যেই সংস্কার ও বিচার সম্ভব উল্লেখ করে হাসনাত বলেন, তবে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা প্রয়োজন। রাষ্ট্র নিজেই ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। গুমের জন্য দায়ীদের বিচারের আওতায় আনতে হবে। শুধু নির্বাচন নয়, গুমের ঘটনা বিচার করাও সরকারের দায়িত্ব।

তিনি আরো বলেন, সরকার ক্ষমতার পালাবদল দিয়ে চলে যেতে পারে, কিন্তু গুমের শিকার পরিবারের দায় তারা বহন করতে পারবে কিনা তা বিবেচনা করতে হবে।

অন্যদিকে, এনসিপি নেত্রী তাসনিম জারা স্থায়ী গুম কমিশন প্রতিষ্ঠা, নষ্ট হওয়া আলামত পুনরুদ্ধার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সংস্কারের দাবি করেন।

তিনি বলেন, রাষ্ট্র নাগরিকদের গুম করছে এবং সব চেষ্টা করছে যাতে এসব ঘটনা ঢাকার যায়। একটি স্থায়ী গুম কমিশন প্রয়োজন, যেখানে সব রেকর্ডের অ্যাক্সেস থাকবে এবং স্বাধীনভাবে কাজ করতে পারবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উপজেলা বিএনপি সভাপতির নির্দেশে ঢাবি ছাত্রদল নেতাকে গ্রেপ্তারের অভিযোগ
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৬৮তম সভা অনুষ্ঠিত
সিলেটের সাদা পাথর লুটের ঘটনায় সিআইডির অনুসন্ধান শুরু
ডাকসুর চূড়ান্ত তালিকা প্রকাশ: প্রতিদ্বন্দ্বিতায় সর্বমোট ৪৭১ জন প্রার্থী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা